কিছু কথা
কিছু কথা থাকে অব্যক্ত
বলা যায় না কখন,
কিছু কথা থাকে বুকে
আগলে রাখে মন।
কিছু কথা থাকে বলার
বলতে হয় না সাহস,
কিছু কথা আছে এমন
বললেই হয় দোষ।
কিছু কথা ভাঙে হৃদয়
যেমনি ভাঙে ঝড়ে
কিছু কথা জীবনটা সাজায়
আবার নতুন করে।
কিছু কথা মানুষকে কাঁদায়
ঝরনা ধারার মত,
কিছু কথা মানুষকে হাসায়
মুক্ত মনের মত।
কিছু কথা সাহস যোগায়
হাতে কলম নিতে,
কিছু কথা দেয় উৎসাহ
দিক নির্দেশনা দিতে।
কিছু কথা বলার মত
বলা যায় খুব সহজে,
কিছু কথা যায় না বলা
কথায় এবং কাজে।
কিছু কথা আছে সবার
যেমনি থাকে বোবার,
কিছু কথা তোমায় আমায়
বলতে হবে আবার।
কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
২৩ মে, ২০০৮ ঈসায়ী।
বলা যায় না কখন,
কিছু কথা থাকে বুকে
আগলে রাখে মন।
কিছু কথা থাকে বলার
বলতে হয় না সাহস,
কিছু কথা আছে এমন
বললেই হয় দোষ।
কিছু কথা ভাঙে হৃদয়
যেমনি ভাঙে ঝড়ে
কিছু কথা জীবনটা সাজায়
আবার নতুন করে।
কিছু কথা মানুষকে কাঁদায়
ঝরনা ধারার মত,
কিছু কথা মানুষকে হাসায়
মুক্ত মনের মত।
কিছু কথা সাহস যোগায়
হাতে কলম নিতে,
কিছু কথা দেয় উৎসাহ
দিক নির্দেশনা দিতে।
কিছু কথা বলার মত
বলা যায় খুব সহজে,
কিছু কথা যায় না বলা
কথায় এবং কাজে।
কিছু কথা আছে সবার
যেমনি থাকে বোবার,
কিছু কথা তোমায় আমায়
বলতে হবে আবার।
কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
২৩ মে, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহেদুল ইসলাম ( চাটগাঁও) ২৩/১০/২০১৪ভালই।
-
আর. কে. (র্নিবাক আমি) ৩০/০৯/২০১৪কথার ফুলঝুরি,
যেন শেষ হবার নয় ।।
চমৎকার ।। -
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/০৯/২০১৪বেশ ভাল লাগল।
-
মোহাম্মদ তারেক ২৯/০৯/২০১৪কিছু কথা আছে যা শুধু কথার কথা....ভালো লাগল কথার ফুলঝুরি...