কেউ যে আমার আছে
সকাল বেলা সুয্যি উঠে
পাখি ডাকে গাছে,
ঘুম ভাঙিয়ে বলে তারা
কেউ যে আমার আছে।
কেউ যে আছে আমার শুধু
আছে বুকের মাঝে।
দুপুর বেলা রৌদ্র হাসে
সোনার ফসলের মাঠে,
ঝলমলিয়ে বলে সে
ঐ আসছে সে যে হেঁটে।
বসে কেন আছো তুমি
যাওনা তারই তটে।
সন্ধ্যা বেলা সুয্যি ডোবে
আঁধার নামে ধীরে
কষ্টে ভরা বুকটা আমার
খোঁজে শুধু তারে।
আসবে কি সে এমন ক্ষণে
চাই যে আমি যারে
গোল্লায় যাক আমার সব
তবু সে যেন আসে ফিরে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৩ ডিসেম্বর, ২০০৯ ঈসায়ী।
পাখি ডাকে গাছে,
ঘুম ভাঙিয়ে বলে তারা
কেউ যে আমার আছে।
কেউ যে আছে আমার শুধু
আছে বুকের মাঝে।
দুপুর বেলা রৌদ্র হাসে
সোনার ফসলের মাঠে,
ঝলমলিয়ে বলে সে
ঐ আসছে সে যে হেঁটে।
বসে কেন আছো তুমি
যাওনা তারই তটে।
সন্ধ্যা বেলা সুয্যি ডোবে
আঁধার নামে ধীরে
কষ্টে ভরা বুকটা আমার
খোঁজে শুধু তারে।
আসবে কি সে এমন ক্ষণে
চাই যে আমি যারে
গোল্লায় যাক আমার সব
তবু সে যেন আসে ফিরে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৩ ডিসেম্বর, ২০০৯ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৮/০২/২০১৮সুন্দর!
-
পি পি আলী আকবর ০২/০২/২০১৮ভালো
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০১/২০১৮স্বাগতম।
-
কাজী জুবেরী মোস্তাক ৩১/০১/২০১৮সে আসবেই
-
মোঃ ফাহাদ আলী ৩১/০১/২০১৮আসবে সে ধীর পায়ে অচল বুড়ির মত
মিটায়ে দিয়ে যাবে সকল অবসাদ ক্ষত।
শুভকামনা রইল প্রিয় কবি।