কান্না
হঠাৎ কোন পিছল পথে
চলে গেলে দূর জীবন হতে-
ফিরতে হয় শূন্য হাতে
থাকেনা কেউ তখন সাথে।
জীবনটা হয় শেষ পিছু পরে
একাকী কাঁদতে হয় খালি ঘরে
দেখেনা কেউ মনের দুঃখ;
শান্তি থাকে না হৃদয় নীড়ে।
কষ্ট বাঁধে বাসা জীবন জুড়ে
কুয়াশা আসে নেমে দু’চোখ ভরে
সুখ থাকেনা কোন কিছুতে
জীবনটা নষ্ট হয় অচেনা ঝড়ে।
সান্ত্বনা দিতে কেউ থাকে না
আগের মত ভাল কেউ বাসে না
শত ডাকিলেও কেউ আসে না
দু’গণ্ড বেয়ে নামে অঝর ঝর্ণা;
হৃদয়ের মাঝে বাসা বাঁধে
কোন বিরহের কান্না।
সস্তাপুর, নারায়ণগঞ্জ ৷
১২ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী৷
চলে গেলে দূর জীবন হতে-
ফিরতে হয় শূন্য হাতে
থাকেনা কেউ তখন সাথে।
জীবনটা হয় শেষ পিছু পরে
একাকী কাঁদতে হয় খালি ঘরে
দেখেনা কেউ মনের দুঃখ;
শান্তি থাকে না হৃদয় নীড়ে।
কষ্ট বাঁধে বাসা জীবন জুড়ে
কুয়াশা আসে নেমে দু’চোখ ভরে
সুখ থাকেনা কোন কিছুতে
জীবনটা নষ্ট হয় অচেনা ঝড়ে।
সান্ত্বনা দিতে কেউ থাকে না
আগের মত ভাল কেউ বাসে না
শত ডাকিলেও কেউ আসে না
দু’গণ্ড বেয়ে নামে অঝর ঝর্ণা;
হৃদয়ের মাঝে বাসা বাঁধে
কোন বিরহের কান্না।
সস্তাপুর, নারায়ণগঞ্জ ৷
১২ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১৯/১২/২০১৪সুন্দর
-
অ ১৯/১২/২০১৪চমৎকার ।
-
স্বপন শর্মা ১৯/১২/২০১৪ভালো,
-
মনিরুজ্জামান শুভ্র ১৭/১২/২০১৪চমৎকার লাগলো । অনেক ভাল হয়েছে ।
-
শম্পা ১৭/১২/২০১৪ভাল প্রকাশ।ভাল থাকুন।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/১২/২০১৪একটু গভীর ভাবে কাদতে পারলে মনটা অনেক হালকা লাগতো। আমি চিৎকার করিয়া কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।
-
সায়েম খান ১৭/১২/২০১৪কান্নায় লাভ নেই,
কান্নায় হবেনা কোনদিন পদ্মা-মেঘনা,
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবেনাতো এক নদী যমুনা। -
অনিরুদ্ধ বুলবুল ১৭/১২/২০১৪উচাটন মন ঘরে রয় না.......প্রিয় মোর, উচাটন....
কেন এ অস্থিরতা কবি?
পলকে হাসবে জীবন রবি!