কাফেলা
হে সুধী, কে তোমরা
দীপ্ত আলোর ধারে
সুপ্ত আলো চোখে মুখে
হৃদয় আমার কাড়ে।
কে তোমরা,
শাশ্বত এই পথে,
চলেছ নিয়ে সবাই মিলে
খোদার রহমত সাথে।
তোমাদের সাথে খোদার মদদ আছে
সবার সাথে নাই,
খোদার মদদ পেতে আমি
তোমাদের সাথী হতে চাই।
তোমরা হলে সঠিক পথে
যায়না তোমাদের ফেলা-
বর্তমানে ফিতনার যুগে
তোমারা এক......
দ্বীনের কাফেলা।।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
২০ সেপ্টেম্বর, ২০০৮ ঈসায়ী।
দীপ্ত আলোর ধারে
সুপ্ত আলো চোখে মুখে
হৃদয় আমার কাড়ে।
কে তোমরা,
শাশ্বত এই পথে,
চলেছ নিয়ে সবাই মিলে
খোদার রহমত সাথে।
তোমাদের সাথে খোদার মদদ আছে
সবার সাথে নাই,
খোদার মদদ পেতে আমি
তোমাদের সাথী হতে চাই।
তোমরা হলে সঠিক পথে
যায়না তোমাদের ফেলা-
বর্তমানে ফিতনার যুগে
তোমারা এক......
দ্বীনের কাফেলা।।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
২০ সেপ্টেম্বর, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪আল্লাহর পথে পাড়ি দেবার বাসনা কাব্যে অসাধারন প্রতিফলিত হয়েছে
-
রক্তিম ১৪/১১/২০১৪সহজ আর সাবলীল ভালো লাগলো
-
মোহাম্মদ তারেক ১৩/১১/২০১৪সাথী হতে চাই আমরাও...এগিয়ে যান কবি।
-
অনিরুদ্ধ বুলবুল ১৩/১১/২০১৪দ্বীনের কাফেলা ভাল লাগলো।
কবি এখানে কি "তোমরা হলে সঠিক পথে" হবে?
শুভেচ্ছা ও অভিনন্দন। -
ডঃ নাসিদুল ইসলাম ১৩/১১/২০১৪darun laglo