যে দিন চলে যাব
যে দিন আমি চলে যাব
রবোনা এ দুনিয়াতে,
রেখে যাব না কোনকিছু
দিতে প্রিয়জনদেরকে।
রেখে যাব না কোন স্মৃতি
কারও চোখের পাতাতে,
আমি চাই না কারও দুঃখ–কষ্ট
চাইনা কাউকে কাঁদাতে।
যে দিন আমি হারিয়ে যাব,
পাবেনা কেউ আমাকে
আমি তো হারাবো না তাদের
হারাবো না আমি কাউকে।
যে দিন তোমরা আমায় ভুলে যাবে
আর মনে করবে না আমায়;
কেন ভুলতে পারি না আমি
কেন স্মৃতি এসে আমাকে কাঁদায়।
যে দিন সবাই জানতে পারবে
আমার মনের কথা,
বুঝবে সে দিন সকলেই যে হায়
আমার মনের ব্যথা।
কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
১৮ মে, ২০০৮ ঈসায়ী।
রবোনা এ দুনিয়াতে,
রেখে যাব না কোনকিছু
দিতে প্রিয়জনদেরকে।
রেখে যাব না কোন স্মৃতি
কারও চোখের পাতাতে,
আমি চাই না কারও দুঃখ–কষ্ট
চাইনা কাউকে কাঁদাতে।
যে দিন আমি হারিয়ে যাব,
পাবেনা কেউ আমাকে
আমি তো হারাবো না তাদের
হারাবো না আমি কাউকে।
যে দিন তোমরা আমায় ভুলে যাবে
আর মনে করবে না আমায়;
কেন ভুলতে পারি না আমি
কেন স্মৃতি এসে আমাকে কাঁদায়।
যে দিন সবাই জানতে পারবে
আমার মনের কথা,
বুঝবে সে দিন সকলেই যে হায়
আমার মনের ব্যথা।
কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
১৮ মে, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ২৪/০৯/২০১৪সুন্দর লেখা
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৪/০৯/২০১৪ভাল লাগল
-
মোহাম্মদ তারেক ২৪/০৯/২০১৪অভিমান কেন কবি! আপন সুকীর্তি রেখে যাওয়া তো এই পৃথিবীর দাবী...
-
মনিরুজ্জামান শুভ্র ২৪/০৯/২০১৪অনেক ভাল লাগলো কবি ।
-
স্বপন রোজারিও(১) ২৪/০৯/২০১৪এক দিন সত্যি সত্যি চলে যেতে হবে এ পৃথিবীর মায়া ছেড়ে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা কি করে ভুলেছি অতীতের ও কথা জানতে ও পারবেনা কেউতা। ভালো লাগলো।