জাগো আল-আমিন
মুখে তার মধুর কথা
বুকে নেই কোন ব্যথা,
হাতে তার শেকল আঁটা
চিন্তামুক্ত তার মাথা।
আল-আমিন—
কেন তুমি এত চিন্তাহীন?
কেন তোমার দেহে অবসাধ?
কোথায় আজ তোমার দ্বীন?
আল-আমিন—
কেন তোমার চক্ষু অন্ধ?
দু’কান তোমার কেন বন্ধ?
কিসে তোমার এত আনন্দ?
কেন তোমার এ উদাসীনতা?
কেন তোমার এ দীনতা?
কোথায় তোমার শক্ত বাহু-
দমাতে পাপাচার বৃন্দ?
যে দিন বুঝবে,
সে দিন বলবে,
হায়! কপাল আমার মন্দ।
তাই জাগো হে আল-আমিন
নিয়ে তোমার শক্ত বাহু
আবার আসুক সেই দিন।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১২ জুন, ২০০৮ ঈসায়ী।
বুকে নেই কোন ব্যথা,
হাতে তার শেকল আঁটা
চিন্তামুক্ত তার মাথা।
আল-আমিন—
কেন তুমি এত চিন্তাহীন?
কেন তোমার দেহে অবসাধ?
কোথায় আজ তোমার দ্বীন?
আল-আমিন—
কেন তোমার চক্ষু অন্ধ?
দু’কান তোমার কেন বন্ধ?
কিসে তোমার এত আনন্দ?
কেন তোমার এ উদাসীনতা?
কেন তোমার এ দীনতা?
কোথায় তোমার শক্ত বাহু-
দমাতে পাপাচার বৃন্দ?
যে দিন বুঝবে,
সে দিন বলবে,
হায়! কপাল আমার মন্দ।
তাই জাগো হে আল-আমিন
নিয়ে তোমার শক্ত বাহু
আবার আসুক সেই দিন।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১২ জুন, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪এক কথায় খুবই ভালো হয়েছে
-
জমাতুল ইসলাম পরাগ ০৪/১১/২০১৪হুম, কবিকে খুঁজে বের করতে হয়েছে।
ভালো লাগা রইল -
এম আর মিজান ৩১/১০/২০১৪বাহ!!"
-
আকাশ আর আমি ৩০/১০/২০১৪দারুন লাগলো...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৮/১০/২০১৪খুবই ভালো লাগার একটি কবিতা।
-
মুহা, লুকমান রাকীব ২৮/১০/২০১৪আল আমিন তুমি জাগো সিন্ধুর তীরে,
তোমায় খুঁজী আমরা জনতার বিরে।। -
মনিরুজ্জামান শুভ্র ২৮/১০/২০১৪কবিতা ভাল লাগলো , কিন্তু আল আমিন বলতে আপনি কাকে বুঝাছেন? আল আমিন উপাধি হল আমদের প্রিয় নবি মোহাম্মাদ (সাঃ) এর । তাই আপনি এই আল আমিন বলে কাকে আহ্বান করছেন আমার বোধ গম্য হচ্ছে না । দয়া করে একটি ক্লিয়ার করবেন?
-
অনিরুদ্ধ বুলবুল ২৮/১০/২০১৪যুগের প্রয়োজনে এমন একজন আল-আমিন দরকার।
কবির ভাবনা আর আল-আমিনের আহ্বান পূর্ণতা পাক।
শুভ কামনা কবি। -
পার্থ সাহা ২৮/১০/২০১৪caliea jan
-
মোহাম্মদ তারেক ২৮/১০/২০১৪চিন্তাহীন আল আমিনদের ভ্রু কূঁচকোবে কবে!!!! কবে চিন্তাশীল হয়ে উঠবে তাদের মগজ?? সুন্দর কথামালা। শুভ কামনা কবি।