গুরুঃ ০৪
দিতে চাই না কোন পদবী
চাই না দিতে কোন উপাধি,
দিতে চাই হারানো দিনগুলো
শুধু তোমায় হে সুধী।
যখনও ফোটেনি কোন রক্ত কবরী
জাগেনি তখনও হৃদয় মাধুরী,
তখনি জাগিয়েছ আমার চেতনা
কোন সে অপরূপ রূপ ধরি।
যখনও দেখিনি জীবনদর্শন
শিখিনি তখনও এ বেশ-ভুষণ;
তখনি শিখিয়েছ সেই মধুর ধ্বনিটা
দেখিয়েছ একটা সুন্দর জীবন।
কিভাবে এসব করলে হে সুধী
রাঙিয়ে দিলে আমার ভুবন,
স্বপ্ন জাগালে চোখের পাতায়
সার্থক করলে আমার জনম।
ফোটালে এ কোন স্নিগ্ধ গোলাপ
নতুন জীবন আজ হল শুরু-
পেরিয়ে সব পথের কাঁটা
দুঃখ বাঁধা---- বলব আমি
তুমিই আমার গুরু!
ছোট্ট এ মনের বাগানে
তুমি এক বিশাল তরু।
আসমুদ্র হিমাচল পাড় হলেও
জুড়ে থাকবে এ হৃদয়ের সকল মেরু;
বুকের মাঝে নিঝুম ঘরে,
রাখবো তোমায় গুরু!
সস্তাপুর, নারায়ণগঞ্জ ৷
১২ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী ৷
বিঃ দ্রঃ কবিতাটিতে গতানুগতিক গুরু অর্থে যা বুঝায় তা নয়। এখানে গুরু কবির একজন খুবই কাছের মানুষ ও প্রিয় ব্যক্তি যে কিনা প্রেরণা দেয়, উৎসাহ দেয় আর এই প্রেরণা আর উৎসাহ কবিকে সাহায্য করে সুন্দর ও সঠিক পথে চলতে। যদিও সে কবির বন্ধু, তবুও কবি আনমনেই ভেবে যায় 'তুই ই তো আমার প্রকৃত গুরু'।
চাই না দিতে কোন উপাধি,
দিতে চাই হারানো দিনগুলো
শুধু তোমায় হে সুধী।
যখনও ফোটেনি কোন রক্ত কবরী
জাগেনি তখনও হৃদয় মাধুরী,
তখনি জাগিয়েছ আমার চেতনা
কোন সে অপরূপ রূপ ধরি।
যখনও দেখিনি জীবনদর্শন
শিখিনি তখনও এ বেশ-ভুষণ;
তখনি শিখিয়েছ সেই মধুর ধ্বনিটা
দেখিয়েছ একটা সুন্দর জীবন।
কিভাবে এসব করলে হে সুধী
রাঙিয়ে দিলে আমার ভুবন,
স্বপ্ন জাগালে চোখের পাতায়
সার্থক করলে আমার জনম।
ফোটালে এ কোন স্নিগ্ধ গোলাপ
নতুন জীবন আজ হল শুরু-
পেরিয়ে সব পথের কাঁটা
দুঃখ বাঁধা---- বলব আমি
তুমিই আমার গুরু!
ছোট্ট এ মনের বাগানে
তুমি এক বিশাল তরু।
আসমুদ্র হিমাচল পাড় হলেও
জুড়ে থাকবে এ হৃদয়ের সকল মেরু;
বুকের মাঝে নিঝুম ঘরে,
রাখবো তোমায় গুরু!
সস্তাপুর, নারায়ণগঞ্জ ৷
১২ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী ৷
বিঃ দ্রঃ কবিতাটিতে গতানুগতিক গুরু অর্থে যা বুঝায় তা নয়। এখানে গুরু কবির একজন খুবই কাছের মানুষ ও প্রিয় ব্যক্তি যে কিনা প্রেরণা দেয়, উৎসাহ দেয় আর এই প্রেরণা আর উৎসাহ কবিকে সাহায্য করে সুন্দর ও সঠিক পথে চলতে। যদিও সে কবির বন্ধু, তবুও কবি আনমনেই ভেবে যায় 'তুই ই তো আমার প্রকৃত গুরু'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ১৪/১২/২০১৪হ্যাঁ সুন্দর হয়েছে গুরু
-
সাইদুর রহমান ১৩/১২/২০১৪খুব সুন্দর হয়েছে।
শুভেচ্ছা নিবেন। -
সফিউল্লাহ আনসারী ১৩/১২/২০১৪শুভেচ্ছা
-
অনিরুদ্ধ বুলবুল ১৩/১২/২০১৪এই সিরিজের অন্য কবিতাও একাধিক পড়েছি। গুরুর প্রতি আপনার ভালবাসায় অভিভূত হলাম। ভাল থাকবেন।
- শুভেচ্ছা নিন। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১২/২০১৪হমমম। গুরু॥ ভালো লিখেছেন আপনার গুরু কে নিয়ে।