গুরুঃ ০৩
একটা সুন্দর ছায়াঘেরা গাঁ
কি নির্মল সেখানটার বাতাস,
শান্তি ঘেরা বাড়িটাতে
পাই যে গুরুর আভাস।
একটা ছোট ফসলের ক্ষেত
পাশে ঘাসে ভরা দিঘি
আকাশ পানে চেয়ে কেন
শুধু তোমায় গুরু দেখি।
ছোট একটা কাঁচা উঠান
যেখানেতে একটুখানি বসি
তুমি সেথায় এসে গুরু
দাও একটু মিষ্টি হাসি।
উঠানের পাশেই একটা ঘর
যখনই তার ভেতরে ঢুকি
গুরুর সাজান ঘরটা দেখে
টাশকি খেয়ে থাকি।
ঘরে আছে একটি মানুস
যার সাথে গুরুর বসবাস
তার আপনটি হয়েছ বলে
তুমি গুরু সাবাস।
কালিঞ্জীপাড়া, মুন্সিগঞ্জ।
০২ নভেম্বর, ২০০৮ ঈসায়ী।
বিঃ দ্রঃ কবিতাটিতে গতানুগতিক গুরু অর্থে যা বুঝায় তা নয়। এখানে গুরু কবির একজন খুবই কাছের মানুষ ও প্রিয় ব্যক্তি যে কিনা প্রেরণা দেয়, উৎসাহ দেয় আর এই প্রেরণা আর উৎসাহ কবিকে সাহায্য করে সুন্দর ও সঠিক পথে চলতে। যদিও সে কবির বন্ধু, তবুও কবি আনমনেই ভেবে যায় 'তুই ই তো আমার প্রকৃত গুরু'।
কি নির্মল সেখানটার বাতাস,
শান্তি ঘেরা বাড়িটাতে
পাই যে গুরুর আভাস।
একটা ছোট ফসলের ক্ষেত
পাশে ঘাসে ভরা দিঘি
আকাশ পানে চেয়ে কেন
শুধু তোমায় গুরু দেখি।
ছোট একটা কাঁচা উঠান
যেখানেতে একটুখানি বসি
তুমি সেথায় এসে গুরু
দাও একটু মিষ্টি হাসি।
উঠানের পাশেই একটা ঘর
যখনই তার ভেতরে ঢুকি
গুরুর সাজান ঘরটা দেখে
টাশকি খেয়ে থাকি।
ঘরে আছে একটি মানুস
যার সাথে গুরুর বসবাস
তার আপনটি হয়েছ বলে
তুমি গুরু সাবাস।
কালিঞ্জীপাড়া, মুন্সিগঞ্জ।
০২ নভেম্বর, ২০০৮ ঈসায়ী।
বিঃ দ্রঃ কবিতাটিতে গতানুগতিক গুরু অর্থে যা বুঝায় তা নয়। এখানে গুরু কবির একজন খুবই কাছের মানুষ ও প্রিয় ব্যক্তি যে কিনা প্রেরণা দেয়, উৎসাহ দেয় আর এই প্রেরণা আর উৎসাহ কবিকে সাহায্য করে সুন্দর ও সঠিক পথে চলতে। যদিও সে কবির বন্ধু, তবুও কবি আনমনেই ভেবে যায় 'তুই ই তো আমার প্রকৃত গুরু'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফুল ইসলাম আরশ ২১/১২/২০১৪দারুন অনুভুতি ।!
-
পিয়ালী দত্ত ২০/১১/২০১৪দারুন
-
সাইদুর রহমান ১৯/১১/২০১৪খু-ব সুন্দর কবিতাটি।
ভালো লাগলো।
অনেক শুভেচ্ছা। -
জসীম উদ্দীন মুহম্মদ ১৯/১১/২০১৪খুব সুন্দর..........
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪সত্যি গুরুকে নিয়ে ভাবনা,ভাবনাকে নিয়ে কাব্যে ফুটিয়ে তোলা অসাধারন ।
-
অনিরুদ্ধ বুলবুল ১৯/১১/২০১৪বুঝা যায় - গুরু আপনার পরম বন্ধু।
এ জগতে নিঃস্বার্থ পরম বন্ধু পাওয়া দুস্কর।
আপনার গুরুর জন্য শুভ কামনা - -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৯/১১/২০১৪শুভকামনা আপনার সেই বন্ধু রুপি গুরুর জন্য.............