গুরু
হে মহৎ জন,
তুমি আমার গুরু!
তুমি যে এক আলোকবর্তিকা
শেখাতে করলে শুরু।
কেন বলি তোমায় গুরু—
জান না তুমি তা,
প্রথম শর্তে তুমি সরল
সহজ তোমার কথা।
কেন বলি তোমায় গুরু—
বুঝতে পারনি তুমি,
তুমি ছিলে কাছের মানুষ
বলেছি যা আমি।
তোমার আছে উদার মন
সবার মঙ্গল করতে,
তোমার উদার মনকে তাই
গুরু করে চাই নিতে।
কেন বলি তোমায় গুরু—
তোমার কাছে কঠিন,
সবারে তুমি মনে করো সমান
ভাবনি আমায় হীন।
তাই ছোট ভাবতে তোমায়
মনটা হয় মলিন।
কেন বলি তোমায় গুরু—
বুঝতে চেষ্টা করো,
তুমি বলেছ দেহটা তুচ্ছ
মনটা সবচেয়ে বড়।
তুমি কাঁদ সবার স্বার্থে
কষ্ট পাও বার বার,
তুমি যে মহৎ জন
মহান গুরু আমার।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০১ জুন, ২০০৮ ঈসায়ী।
বিঃ দ্রঃ কবিতাটিতে গতানুগতিক গুরু অর্থে যা বুঝায় তা নয়। এখানে গুরু কবির একজন খুবই কাছের মানুষ ও প্রিয় ব্যক্তি যে কিনা প্রেরণা দেয়, উৎসাহ দেয় আর এই প্রেরণা আর উৎসাহ কবিকে সাহায্য করে সুন্দর ও সঠিক পথে চলতে। যদিও সে কবির বন্ধু, তবুও কবি আনমনেই ভেবে যায় 'তুই ই তো আমার প্রকৃত গুরু'।
তুমি আমার গুরু!
তুমি যে এক আলোকবর্তিকা
শেখাতে করলে শুরু।
কেন বলি তোমায় গুরু—
জান না তুমি তা,
প্রথম শর্তে তুমি সরল
সহজ তোমার কথা।
কেন বলি তোমায় গুরু—
বুঝতে পারনি তুমি,
তুমি ছিলে কাছের মানুষ
বলেছি যা আমি।
তোমার আছে উদার মন
সবার মঙ্গল করতে,
তোমার উদার মনকে তাই
গুরু করে চাই নিতে।
কেন বলি তোমায় গুরু—
তোমার কাছে কঠিন,
সবারে তুমি মনে করো সমান
ভাবনি আমায় হীন।
তাই ছোট ভাবতে তোমায়
মনটা হয় মলিন।
কেন বলি তোমায় গুরু—
বুঝতে চেষ্টা করো,
তুমি বলেছ দেহটা তুচ্ছ
মনটা সবচেয়ে বড়।
তুমি কাঁদ সবার স্বার্থে
কষ্ট পাও বার বার,
তুমি যে মহৎ জন
মহান গুরু আমার।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০১ জুন, ২০০৮ ঈসায়ী।
বিঃ দ্রঃ কবিতাটিতে গতানুগতিক গুরু অর্থে যা বুঝায় তা নয়। এখানে গুরু কবির একজন খুবই কাছের মানুষ ও প্রিয় ব্যক্তি যে কিনা প্রেরণা দেয়, উৎসাহ দেয় আর এই প্রেরণা আর উৎসাহ কবিকে সাহায্য করে সুন্দর ও সঠিক পথে চলতে। যদিও সে কবির বন্ধু, তবুও কবি আনমনেই ভেবে যায় 'তুই ই তো আমার প্রকৃত গুরু'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪জীবনের প্রতিটি ক্ষেত্রে কিছু পেতে হলে যেমন একজন উছিলা লাগে তেমন আপনার গুরু অসাধারন ।
-
সফিউল্লাহ আনসারী ০৬/১০/২০১৪জয় গুরু !
-
মনিরুজ্জামান শুভ্র ০৫/১০/২০১৪অনেক ভাল হয়েছে ।
-
মোহাম্মদ তারেক ০৪/১০/২০১৪কবিতাটি গুরু কে উৎসর্গ করলে বোধ করি ভাল হতো...গুরুর প্রতি আপনার অভিব্যক্তি গুলো সহজেই প্রকাশ হয়ে যাবে...(যে গুলো গুরু জানেনা)
-
স্বপন শর্মা ০৪/১০/২০১৪আসলে তিনিইতো গুরু....