একা
আঁধারের মাঝে দাঁড়ালে
যায়না কাউকে দেখা,
জীবনের সুন্দর পথটা হারালে
নিজেকে মনে হয় বড় একা!!!
সাগরের পাড়ে দাঁড়ালে
যতদূর চোখ যায় শুধু ফাঁকা,
চারদিকে কেন এত শোঁ শোঁ ধ্বনি
মাঝখানে কে ঐ একা!!!
আকাশের পানে তাকালে
চাঁদটা কুয়াশায় ঢাকা,
নিশ্চুপ হয়ে শুধু ভাবতে হয়
কেন মানুষ হয় এত একা!!!
জীবনের ডায়েরীটা বলে
কেন এমন বেঁচে থাকা,
কার জন্যে; কার কারণে
আজ সে যে একা!!!
একা! একা! একা!
চারদিকটা শুধুই ফাঁকা
তারপরেও শুধু অপেক্ষা
কবে পাব তার দেখা!!!
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০১ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী।
যায়না কাউকে দেখা,
জীবনের সুন্দর পথটা হারালে
নিজেকে মনে হয় বড় একা!!!
সাগরের পাড়ে দাঁড়ালে
যতদূর চোখ যায় শুধু ফাঁকা,
চারদিকে কেন এত শোঁ শোঁ ধ্বনি
মাঝখানে কে ঐ একা!!!
আকাশের পানে তাকালে
চাঁদটা কুয়াশায় ঢাকা,
নিশ্চুপ হয়ে শুধু ভাবতে হয়
কেন মানুষ হয় এত একা!!!
জীবনের ডায়েরীটা বলে
কেন এমন বেঁচে থাকা,
কার জন্যে; কার কারণে
আজ সে যে একা!!!
একা! একা! একা!
চারদিকটা শুধুই ফাঁকা
তারপরেও শুধু অপেক্ষা
কবে পাব তার দেখা!!!
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০১ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র রায় ০৬/০২/২০১৮valo
-
শরীফুল ইসলাম আরশ ২০/০১/২০১৫গুড
-
আবিদ আল আহসান ০৮/১২/২০১৪সুন্দর লিখেছেন কবি
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪একা থাকার মধ্যে একটা রুচি আছে। আপনি মনে হয় সেটা উপভোগ করেছেন। ভালো লাগলো আপনার লেখাটি...................
-
অ ২২/১১/২০১৪বেশ সুন্দর ।
-
কষ্টের ফেরিওলা ২১/১১/২০১৪Same 2 u diyar
-
অনিরুদ্ধ বুলবুল ২১/১১/২০১৪"জীবনের সুন্দর পথটা হারালে
নিজেকে মনে হয় বড় একা।" - কী চমৎকার উদঘাটন!
সত্যিই অমূল্য কথা - সবাই জানি বটে কিন্তু এমন করে উদঘাটন করতে পারি নি কখনো। সুন্দর বক্তব্য, কবিকে অভিনন্দন।
সান্ধ্য শুভেচ্ছা রইল - -
রক্তিম ২১/১১/২০১৪একাকিত্ব ভালো, সৃষ্টির কালে । কিন্তু জীবন মানে তা নয় । ফিরে আসতে হ্য় জীবনের সাথে জীবনের যোগে । ভালো থাকুন