ছোট্ট শিশুটি (ছড়া)
দোলনায় দোলা ছোট্ট শিশুটি
কি সুন্দর মায়াভরা তার মুখটি
নরম তুলতুলে তার হাতটি
হৃদয় কাড়া তার কথাটি।
শব্দ করে সে যতটি,
নরম হয়ে যায় ততই
এ মনটি।
ধরে দিতে ইচ্ছা করে তাকে
আকাশের ঐ চাঁদটি।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১২ এপ্রিল, ২০০৮ ঈসায়ী।
কি সুন্দর মায়াভরা তার মুখটি
নরম তুলতুলে তার হাতটি
হৃদয় কাড়া তার কথাটি।
শব্দ করে সে যতটি,
নরম হয়ে যায় ততই
এ মনটি।
ধরে দিতে ইচ্ছা করে তাকে
আকাশের ঐ চাঁদটি।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১২ এপ্রিল, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান ০৯/০৯/২০১৪ভালো হয়েছে
-
মল্লিকা রায় ০৯/০৯/২০১৪বাহ্ ভাল লাগলো।
-
নাবিক ০৯/০৯/২০১৪ছড়াটা দারুন হয়েছে...জাহিদ ভাই
-
বিজয় রায় ০৭/০৯/২০১৪Vry nic
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৭/০৯/২০১৪ভাল লাগল।