www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছিল একটা

ছিল একটা সময়
আজও মনে হয়
ছিল কত রঙিন
কত মধুময়।।

ছিল একটা ক্ষণ
ভাবে শুধু মন,
এসেছিল কাছে
শুধু একজন।।

ছিল একটা দিন
কতটা সৌখিন,
অবুঝ মনের কোনায়
দুরন্ত; তবু চিন্তাহীন।।

ছিল একটা হাসি
মেশানো কতটা খুশী,
ক্ষণিক সময়
আনন্দটা তবু বেশী।।

ছিল একটা আশা
চাওয়াকে পাওয়ার ভরসা,
চুকে গেল সব
বরং হল সর্বনাশা।।

ছিল একটা জন
চেয়েছে যাকে মন,
আজও আছে-
জানি, হারাবে না সে কখন!!




কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
০৪ জুন, ২০১১ ঈসায়ী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ বেশ।
  • অভিজিৎ হালদার ০২/০৭/২০২১
    সুন্দর
  • ছিলো একজন
    একটা ছোট্টমন
    বড্ড আপনজন
    মানে না যে মন।
    পেতে তাকে এখন
    মন চিন্তন সারাক্ষণ।
  • Md. Rayhan Kazi ০২/০৭/২০২১
    চমৎকার
 
Quantcast