ছিল একটা
ছিল একটা সময়
আজও মনে হয়
ছিল কত রঙিন
কত মধুময়।।
ছিল একটা ক্ষণ
ভাবে শুধু মন,
এসেছিল কাছে
শুধু একজন।।
ছিল একটা দিন
কতটা সৌখিন,
অবুঝ মনের কোনায়
দুরন্ত; তবু চিন্তাহীন।।
ছিল একটা হাসি
মেশানো কতটা খুশী,
ক্ষণিক সময়
আনন্দটা তবু বেশী।।
ছিল একটা আশা
চাওয়াকে পাওয়ার ভরসা,
চুকে গেল সব
বরং হল সর্বনাশা।।
ছিল একটা জন
চেয়েছে যাকে মন,
আজও আছে-
জানি, হারাবে না সে কখন!!
কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
০৪ জুন, ২০১১ ঈসায়ী।
আজও মনে হয়
ছিল কত রঙিন
কত মধুময়।।
ছিল একটা ক্ষণ
ভাবে শুধু মন,
এসেছিল কাছে
শুধু একজন।।
ছিল একটা দিন
কতটা সৌখিন,
অবুঝ মনের কোনায়
দুরন্ত; তবু চিন্তাহীন।।
ছিল একটা হাসি
মেশানো কতটা খুশী,
ক্ষণিক সময়
আনন্দটা তবু বেশী।।
ছিল একটা আশা
চাওয়াকে পাওয়ার ভরসা,
চুকে গেল সব
বরং হল সর্বনাশা।।
ছিল একটা জন
চেয়েছে যাকে মন,
আজও আছে-
জানি, হারাবে না সে কখন!!
কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
০৪ জুন, ২০১১ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৭/২০২১বেশ বেশ।
-
অভিজিৎ হালদার ০২/০৭/২০২১সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৭/২০২১ছিলো একজন
একটা ছোট্টমন
বড্ড আপনজন
মানে না যে মন।
পেতে তাকে এখন
মন চিন্তন সারাক্ষণ। -
Md. Rayhan Kazi ০২/০৭/২০২১চমৎকার