চাও তাঁর কাছে
মানুষ; কি তুমি চাও?
কিসে তোমার আশা?
কিসে তোমার আনন্দ?
অজানা ভালবাসা।
পেতে চাও যদি
সুখ, আনন্দের নদী,
ইচ্ছার সাথে প্রচেষ্টা
আর দোয়া করো নিরবধি।
না পাও যদি তবু-
নিরাশ হয়োনা কভু
চেয়েছ তুমি তাঁর কাছে,
যে সকল কিছুর প্রভু।
তবে চাইতে হবে একমনে
চাইবে না কভু অন্যজনে,
পাবে তুমি অবশ্যই একদিন
বিশ্বাস রেখো প্রাণে।
ভয় করো না মিছে
চাও যদি তাঁর কাছে,
যে করেছে সৃজন মহাবিশ্ব
সে তোমার সহায় আছে...।।
কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
০৪ জুন, ২০১১ ঈসায়ী।
কিসে তোমার আশা?
কিসে তোমার আনন্দ?
অজানা ভালবাসা।
পেতে চাও যদি
সুখ, আনন্দের নদী,
ইচ্ছার সাথে প্রচেষ্টা
আর দোয়া করো নিরবধি।
না পাও যদি তবু-
নিরাশ হয়োনা কভু
চেয়েছ তুমি তাঁর কাছে,
যে সকল কিছুর প্রভু।
তবে চাইতে হবে একমনে
চাইবে না কভু অন্যজনে,
পাবে তুমি অবশ্যই একদিন
বিশ্বাস রেখো প্রাণে।
ভয় করো না মিছে
চাও যদি তাঁর কাছে,
যে করেছে সৃজন মহাবিশ্ব
সে তোমার সহায় আছে...।।
কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
০৪ জুন, ২০১১ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরিফুল ইসলাম (1990) ২৯/১২/২০২১খুভই সুন্দর, অতি উত্তম। সহজ সরল ভাষায় লিখনীর মাধুর্যে অতিব গুরুত্বপূর্ন বিষয় উপস্থাপন করার জন্য কবিকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/১২/২০২১বেশ
-
জামাল উদ্দিন জীবন ১৮/১২/২০২১বাহ
-
আলমগীর সরকার লিটন ১৮/১২/২০২১বেশ বাউলিপনার প্রকাশ
-
ফয়জুল মহী ১৭/১২/২০২১সুন্দর উপস্থাপন,
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/১২/২০২১খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ রইল।