www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বউ

বুকের মাঝে, একটা
গোসতের টুকরা আছে
বলে তারে মন,
সেইখানেতে থাকে যারা
হয় আপন জন।
তার কাছে থাকে যারা
হয় কাছের মানুষ,
আপন মানুষ; কাছের মানুষ
নেইকো তার
যার থাকে না হুঁশ।

সেই গোসতটাকে কেটে যদি
দেখ তোমরা কেউ
দেখবে তোমরা আরেক জন আছে
একটি ছোট্ট সোনা বউ।
আপন মানুষ; কাছের মানুষ
কোনটাই বলা যায় না তারে,
শরীর মন গড়েছে তারে
সে আছে সত্তা ঘিরে।
কোথা হতে এলো সে
দেখ যদি ফিরে-
সৃষ্টিকর্তাই রেখেছে তারে
এই ছোট্ট গোসতের নীড়ে।
আছে সে কত ভাল
কল-কব্জার এই ভীরে,
আসে না কেউ তার তরে
দুঃখ দেয়না তারে কেউ
স্বামী বেচারা তাই ভাবিছে
এইতো আমার ‘ছোট্ট সোনা বউ’।

সস্তাপুর,নারায়ণগঞ্জ।
১৪ জুন, ২০১০ ঈসায়ী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক ভালো লাগলো
  • ভালো কবিতা
 
Quantcast