www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বোনকে নিয়ে দু-চরণ

যার পরিবারে নেই কোন বোন
সে জানবে কি করে বোন কেমন
বোন যে কি জিনিস
তার মর্ম কি কেউ
বোনহীন পরিবারের জানিস?
ভাইবোন মানেই মায়া
একই বৃক্ষের দুটি ছায়া
আপনাকে বিলিয়ে দিয়ে
বোনের সুখে বিলিয়ে যাওয়া।
*** *** ***

প্রথম যেদিন জ্ঞানবান হলাম
ডাকিলাম তোমায় আপু বলে
কী মায়া! কী মমতায় জড়িয়ে গেলাম
বুঝিনা কোন ছলে।
আজ হারিয়ে তোমায়
ধরণীতে হায়,
দুচোখ করে টলমলে।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১১ মে, ২০০৮ ঈসায়ী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • "জিনিস" এর অন্ত্যমিল "জানিস"(?)
    প্রিয় কবি,
    জানি আপনার কবিতা- অভিজ্ঞতা অনেক বেশি।
    • একনিষ্ঠ অনুগত ২১/০৯/২০১৪
      না ভাই আমার অভিজ্ঞতা একেবারেই কম।। তাছাড়া যখন লিখেছিলাম তখন তো বলতে গেলে ছিলই না।।

      জিনিস-জানিস, অন্তে ইস; ভালোই তো মিলেছিল। আপাতত আমার দৃষ্টিতে সমস্যা দেখতে পারছি না। যদি বলতেন চেষ্টা করতাম ঠিক করে নিতে... :)
  • তাইবুল ইসলাম ১৪/০৯/২০১৪
    চমৎকার লাগল কবিতাটি
  • আবু সাহেদ সরকার ১৪/০৯/২০১৪
    বেশ মজা লাগলো পড়ে কবি।
    • একনিষ্ঠ অনুগত ১৪/০৯/২০১৪
      অনেক শুভেচ্ছা আপনাকে।
  • ভাল লাগল। সাবলীল হয়েছে।
  • আমার ছোট বােন কে বেশি মিছ করি.............
  • মাত্রা প্রয়োগে কিছুটা ছন্দ পতন থাকলেও কবিতার ভাবনাটি চমৎকার।
  • কবিতার থিম ভাল লাগলো, মাত্রার প্রয়গ নেই বল্লেই চলে। যেহেতু গদ্য কবিতা অনেকেই বলে গদ্য কবিতায় মাত্রর প্রয়োগের প্রয়োজন নেই , কিন্তু কাব্যকতার দিকে লক্ষ্য রাখাটা জরুরী।
    অনেক ভাল লাগলো কবিতাটি পড়ে।
  • ভাল লাগল কবিতাটি।
    বোন সত্যি যার নেই সে হতভাগা।
  • বোন নিয়ে সুন্দর কবিতা।
 
Quantcast