বোনকে নিয়ে দু-চরণ
যার পরিবারে নেই কোন বোন
সে জানবে কি করে বোন কেমন
বোন যে কি জিনিস
তার মর্ম কি কেউ
বোনহীন পরিবারের জানিস?
ভাইবোন মানেই মায়া
একই বৃক্ষের দুটি ছায়া
আপনাকে বিলিয়ে দিয়ে
বোনের সুখে বিলিয়ে যাওয়া।
*** *** ***
প্রথম যেদিন জ্ঞানবান হলাম
ডাকিলাম তোমায় আপু বলে
কী মায়া! কী মমতায় জড়িয়ে গেলাম
বুঝিনা কোন ছলে।
আজ হারিয়ে তোমায়
ধরণীতে হায়,
দুচোখ করে টলমলে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১১ মে, ২০০৮ ঈসায়ী।
সে জানবে কি করে বোন কেমন
বোন যে কি জিনিস
তার মর্ম কি কেউ
বোনহীন পরিবারের জানিস?
ভাইবোন মানেই মায়া
একই বৃক্ষের দুটি ছায়া
আপনাকে বিলিয়ে দিয়ে
বোনের সুখে বিলিয়ে যাওয়া।
*** *** ***
প্রথম যেদিন জ্ঞানবান হলাম
ডাকিলাম তোমায় আপু বলে
কী মায়া! কী মমতায় জড়িয়ে গেলাম
বুঝিনা কোন ছলে।
আজ হারিয়ে তোমায়
ধরণীতে হায়,
দুচোখ করে টলমলে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১১ মে, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জমাতুল ইসলাম পরাগ ২০/০৯/২০১৪
-
তাইবুল ইসলাম ১৪/০৯/২০১৪চমৎকার লাগল কবিতাটি
-
আবু সাহেদ সরকার ১৪/০৯/২০১৪বেশ মজা লাগলো পড়ে কবি।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৪/০৯/২০১৪ভাল লাগল। সাবলীল হয়েছে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৪/০৯/২০১৪আমার ছোট বােন কে বেশি মিছ করি.............
-
কৌশিক আজাদ প্রণয় ১৪/০৯/২০১৪মাত্রা প্রয়োগে কিছুটা ছন্দ পতন থাকলেও কবিতার ভাবনাটি চমৎকার।
-
মনিরুজ্জামান শুভ্র ১৩/০৯/২০১৪কবিতার থিম ভাল লাগলো, মাত্রার প্রয়গ নেই বল্লেই চলে। যেহেতু গদ্য কবিতা অনেকেই বলে গদ্য কবিতায় মাত্রর প্রয়োগের প্রয়োজন নেই , কিন্তু কাব্যকতার দিকে লক্ষ্য রাখাটা জরুরী।
অনেক ভাল লাগলো কবিতাটি পড়ে। -
নূরুজ্জামান নাঈম ১৩/০৯/২০১৪ভাল লাগল কবিতাটি।
বোন সত্যি যার নেই সে হতভাগা। -
স্বপন রোজারিও(১) ১৩/০৯/২০১৪বোন নিয়ে সুন্দর কবিতা।
প্রিয় কবি,
জানি আপনার কবিতা- অভিজ্ঞতা অনেক বেশি।