বিদায়
বিদায়------
কত ছোট এই ধ্বনিটা,
শুনলে পরে অকারণে
কেন কাঁদে মনটা?
কেন ভাসে দুচোখ জলে
হু হু করে ভেতরটা,
কষ্ট করে গড়া (এ) জীবন
নষ্ট করে ঐ শব্দটা।
নষ্ট করে খুবই ধীরে
সাজানো গোছানো মনটা,
কেড়ে নেয় কত প্রিয়জন
থাকে শুধু স্মৃতিটা।
ভাসায় বারবার চোখের ‘পরে
তার মায়া ভরা মুখটা,
কষ্ট পায় তখন কত
নষ্ট হওয়া বুকটা।
বদ্ধ মনের চোখটা।
অন্তঃসার শূন্য দেহটা।
বিদায় কথাটি তাইতো এমন
দেখেনা আপন পরটা,
বিদায় হতে চাইনা আমি-
থাকতে এ জীবনটা।
পাশে থাকতে চাই
বন্ধু হতে চাই
রাখতে জীবনের মানটা!
সস্তাপুর, নারায়ণগঞ্জ৷
১৩ মে, ২০০৯ ঈসায়ী৷
কত ছোট এই ধ্বনিটা,
শুনলে পরে অকারণে
কেন কাঁদে মনটা?
কেন ভাসে দুচোখ জলে
হু হু করে ভেতরটা,
কষ্ট করে গড়া (এ) জীবন
নষ্ট করে ঐ শব্দটা।
নষ্ট করে খুবই ধীরে
সাজানো গোছানো মনটা,
কেড়ে নেয় কত প্রিয়জন
থাকে শুধু স্মৃতিটা।
ভাসায় বারবার চোখের ‘পরে
তার মায়া ভরা মুখটা,
কষ্ট পায় তখন কত
নষ্ট হওয়া বুকটা।
বদ্ধ মনের চোখটা।
অন্তঃসার শূন্য দেহটা।
বিদায় কথাটি তাইতো এমন
দেখেনা আপন পরটা,
বিদায় হতে চাইনা আমি-
থাকতে এ জীবনটা।
পাশে থাকতে চাই
বন্ধু হতে চাই
রাখতে জীবনের মানটা!
সস্তাপুর, নারায়ণগঞ্জ৷
১৩ মে, ২০০৯ ঈসায়ী৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৬/০৬/২০১৫
-
শিমুল শুভ্র ০৪/০৬/২০১৫অসাধারণ
-
স্বাধীন আমিনুল ইসলাম ০৪/০৬/২০১৫আপনাকে বিদায় দিতে চাইনা
আমাদের মাঝে থাকুন সবসময় -
দ্বীপ সরকার ০১/০৬/২০১৫ভালো লাগল।
-
ভারতী ধর ০১/০৬/২০১৫সত্যিই কবি বিদায় দিতে এবং নিতে মন খুবই কাঁদে।
-
নিরঝরা ৩১/০৫/২০১৫খুব সুন্দর
অভিনন্দন ।