আর আমি
শুষ্ক হাওয়া খরতাপে
শুকিয়ে গেছে গাছটা-
অন্তঃসার শুন্য হয়ে
দাঁড়িয়ে আছে দেহটা।
শুকনো পাতার মরমর স্বরে
দুঃখে ভরে মনটা;
তাম্রবরণ গাছটা দেখে
জলে ভিজে চোখটা।
আর আমি......
আজ সেই গাছটার মত,
শুধুই দাঁড়িয়ে আছি
কষ্ট পেয়ে কত।
কষ্ট পেলাম......
হয়তবা শেষ বারের মত-
যে কষ্ট দিল তাকে
কিছুই বলব নাতো।
সে আমার এমনি একজন!
তার তরেতে সকল সুখ
দিতে পারি বিসর্জন—
তার তরে শুভ কামনা
করি সর্বক্ষণ...
সে আমার নয়ত পর
সে আমার প্রিয়জন।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
৩০ অক্টোবর, ২০০৮ ঈসায়ী।
শুকিয়ে গেছে গাছটা-
অন্তঃসার শুন্য হয়ে
দাঁড়িয়ে আছে দেহটা।
শুকনো পাতার মরমর স্বরে
দুঃখে ভরে মনটা;
তাম্রবরণ গাছটা দেখে
জলে ভিজে চোখটা।
আর আমি......
আজ সেই গাছটার মত,
শুধুই দাঁড়িয়ে আছি
কষ্ট পেয়ে কত।
কষ্ট পেলাম......
হয়তবা শেষ বারের মত-
যে কষ্ট দিল তাকে
কিছুই বলব নাতো।
সে আমার এমনি একজন!
তার তরেতে সকল সুখ
দিতে পারি বিসর্জন—
তার তরে শুভ কামনা
করি সর্বক্ষণ...
সে আমার নয়ত পর
সে আমার প্রিয়জন।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
৩০ অক্টোবর, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪গাছ দেহ মন আমি আর প্রিয়জন অসাধারন লেখনি ।
-
রক্তিম ১৭/১১/২০১৪প্রিয়জনকে ঘিরে যে স্মৃতি থাকে তা কি সহজে মোছা যায় । অন্তত কোষ গুলো সবসময় বলে যে ছিল সে নাই । ভালো লেগেছে স্বস্তি ফিরে আসুক তোমার জীবনে ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/১১/২০১৪আর আমি থেকে প্রিয়জন নামকরন টা মনে হয় বেশী ভালো হতো।
-
অনিরুদ্ধ বুলবুল ১৭/১১/২০১৪হুমম্, জগতে প্রিয়জনরাই বুঝি বেশী কষ্ট দেয়।
ভাল থাকুন কবি
- শুভেচ্ছা