আমার জন্ম থেকে (ছড়া)
আমি এক ছাত্র
শিখতে করেছি শুরু—
শিক্ষক আছে কত আমার
আছে শুধু একটি গুরু।
আমি এক শ্রমিক
শ্রমকে ভালবাসি
আমার কাজের সুনাম করলে
মনটা হয় খুশি।
আমি এক সহজ মানুষ
সোজা কথা আমার,
আমার কথায় নেই কোন প্যাঁচ
বুঝতে কষ্ট হবে না তোমার।
আমি এক খেলোয়াড়
এ ধরণীর বুকে,
খেলছি আমি সবার সাথে
আমার জন্ম থেকে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০২ জুন, ২০০৮ ঈসায়ী।
শিখতে করেছি শুরু—
শিক্ষক আছে কত আমার
আছে শুধু একটি গুরু।
আমি এক শ্রমিক
শ্রমকে ভালবাসি
আমার কাজের সুনাম করলে
মনটা হয় খুশি।
আমি এক সহজ মানুষ
সোজা কথা আমার,
আমার কথায় নেই কোন প্যাঁচ
বুঝতে কষ্ট হবে না তোমার।
আমি এক খেলোয়াড়
এ ধরণীর বুকে,
খেলছি আমি সবার সাথে
আমার জন্ম থেকে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০২ জুন, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১০/২০১৪জন্ম থেক শুধু এইটুকু কেনো? ভালো লাগলো।
-
মোহাম্মদ তারেক ২২/১০/২০১৪সব কিছুতে সহজ মানুষ হলেও পেঁচ শব্দটিকে একটু প্যাঁচিয়ে লিখলে ভাল হতো বোধহয়। পেঁচ> প্যাঁচ... অনেক ভাল হয়েছে লিখাটা...
-
পার্থ সাহা ২২/১০/২০১৪besto
-
মঞ্জুর হোসেন মৃদুল ২২/১০/২০১৪বাহ দারুন।