আমার একদিন
পাখিদের কলরব
শুনি আমি সকালে,
মনটা যেন ভাল থাকে
এমন সুন্দর বিকেলে।
ঘুম পাড়াতে চায় যে কে
ক্লান্তি ভরা দুপুরে,
আমার মাথায় হাত ভুলিয়ে
আসে সে রাত্রিরে।
কে ডাকে কল্যানের দিকে
আলো ফোটা ভোরেতে,
ভাবি আমি কষ্ট নিয়ে
বেদনায় নীল সন্ধ্যাতে।
তারপর...
খুঁজে পাই না কষ্ট
আমার সচ্ছ মনে,
ভাল আছি সকাল, দুপুর, সন্ধ্যা-রাতে
আমার সুন্দর জীবনে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০২ জুন, ২০০৮ ঈসায়ী।
শুনি আমি সকালে,
মনটা যেন ভাল থাকে
এমন সুন্দর বিকেলে।
ঘুম পাড়াতে চায় যে কে
ক্লান্তি ভরা দুপুরে,
আমার মাথায় হাত ভুলিয়ে
আসে সে রাত্রিরে।
কে ডাকে কল্যানের দিকে
আলো ফোটা ভোরেতে,
ভাবি আমি কষ্ট নিয়ে
বেদনায় নীল সন্ধ্যাতে।
তারপর...
খুঁজে পাই না কষ্ট
আমার সচ্ছ মনে,
ভাল আছি সকাল, দুপুর, সন্ধ্যা-রাতে
আমার সুন্দর জীবনে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০২ জুন, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪সর্বদা ভালো থাকুন আশা রাখি
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৬/১০/২০১৪খুব ভালো লেগেছে
-
পিয়ালী দত্ত ২৩/১০/২০১৪খুব ভাল
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৩/১০/২০১৪চমৎকার উপস্থাপনা কবি।