আমার বধু
সুন্দর পৃথিবীর মাঝে
সুন্দর একটা মানুষ চাই-
যার চেহারা দেখলে পরে
মনে যেন শান্তি পাই।
যার দুটি চোখের তারায়
আমি যেন হারিয়ে যাই,
তার ছোট মনের ঘরে
চাই আমি একটু ঠাই।
তার শীতল ছায়া তলে
নিজেকে যেন খুজে পাই।
তার রাঙা হাতের ছোঁয়ায়
ভালবাসার আভাস পাই;
কাজল কাল চুলের দোলায়
মাতোয়ারা হয়ে যাই।
তার পবিত্র মনের মাঝে
শুধু যেন আমি রই,
সে মানুষ কে আছে
যাকে ভাল বাসব শুধুই-
সে হল আমার বধু
তাকে ভালবেসে যাবই।
সে হল আমার রাণী;
মনের মাঝে আছে সে শুধু
নিত্যদিন দেখব তাকে; রাখবো বুকে
সে যে আমার বধু।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৯ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী।
সুন্দর একটা মানুষ চাই-
যার চেহারা দেখলে পরে
মনে যেন শান্তি পাই।
যার দুটি চোখের তারায়
আমি যেন হারিয়ে যাই,
তার ছোট মনের ঘরে
চাই আমি একটু ঠাই।
তার শীতল ছায়া তলে
নিজেকে যেন খুজে পাই।
তার রাঙা হাতের ছোঁয়ায়
ভালবাসার আভাস পাই;
কাজল কাল চুলের দোলায়
মাতোয়ারা হয়ে যাই।
তার পবিত্র মনের মাঝে
শুধু যেন আমি রই,
সে মানুষ কে আছে
যাকে ভাল বাসব শুধুই-
সে হল আমার বধু
তাকে ভালবেসে যাবই।
সে হল আমার রাণী;
মনের মাঝে আছে সে শুধু
নিত্যদিন দেখব তাকে; রাখবো বুকে
সে যে আমার বধু।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৯ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জমাতুল ইসলাম পরাগ ২৭/১১/২০১৪হয়ে যাক তবে সেই মানুষের দেখা...
-
মোঃ আবদুল করিম ২৩/১১/২০১৪তাতো অবশ্যই সে যদি বধু হয় নিত্য চিন্তায় তাকে নিয়ে নানা ভাবে দেখার আয়োজন স্বপ্নে বিভোর,ভালো হয়েছে্
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪জ্বী শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। শুভ কামনা আপনার জন্য.............