আজ মনটা ভাল নেই
আজ মনটা ভাল নেই
কবিতার খাতা খুললাম যেই
দেখলাম!!
সেখানে আমার বলতে কিছুই নেই।
তাইতো আজ ভাবতে হয়
এ জীবনের সার্থকতা কোথায়
শান্ত সমৃদ্ধ পৃথিবী নেই যেথায়
কেন মানুষ ছুটছে সেথায়।
আজ মনটা ভাল নেই!!
জীবনে কি করলাম হায়
জীবন চক্রে যতদিন যায়
কুদৃষ্টি ডেকে বলে ‘আয়’
জানিনা কি করতে হবে আমায়
নদীর স্রোতের মত সময় যে চলে যায়।
আজ মনটা ভাল নেই!!
মানুষের স্বাথপরতা দেখে
সোনাখাঁটি মানুষগুলো দাঙ্গাহাঙ্গামা
মানুষ হতেই শেখে।
তাইতো আজ মনটা ভাল করতে চাই
সহানুভূতিশীল সমাজ ছাড়া
তার উপায় নাই।
সুখী সমৃদ্ধ সমাজ গড়তে
পরস্পরকে সাহায্য কর ভাই।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০১ মে, ২০০৮ ঈসায়ী।
কবিতার খাতা খুললাম যেই
দেখলাম!!
সেখানে আমার বলতে কিছুই নেই।
তাইতো আজ ভাবতে হয়
এ জীবনের সার্থকতা কোথায়
শান্ত সমৃদ্ধ পৃথিবী নেই যেথায়
কেন মানুষ ছুটছে সেথায়।
আজ মনটা ভাল নেই!!
জীবনে কি করলাম হায়
জীবন চক্রে যতদিন যায়
কুদৃষ্টি ডেকে বলে ‘আয়’
জানিনা কি করতে হবে আমায়
নদীর স্রোতের মত সময় যে চলে যায়।
আজ মনটা ভাল নেই!!
মানুষের স্বাথপরতা দেখে
সোনাখাঁটি মানুষগুলো দাঙ্গাহাঙ্গামা
মানুষ হতেই শেখে।
তাইতো আজ মনটা ভাল করতে চাই
সহানুভূতিশীল সমাজ ছাড়া
তার উপায় নাই।
সুখী সমৃদ্ধ সমাজ গড়তে
পরস্পরকে সাহায্য কর ভাই।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০১ মে, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ২০/০৯/২০১৪অনেক ভাল লাগলো । অনেক ভাল আহ্বান ... । কবিতার কাব্যকতার দিকে একটু যত্ন বান হওয়া দরকার ।
-
মোহাম্মদ তারেক ১৩/০৯/২০১৪চমৎকার আহ্বান,, ভাল থাকুন কবি।
-
অ ১১/০৯/২০১৪ভাল লাগল কবিতাটি ।