www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শৈশবে দেখা আকাশটা

শৈশবে দেখা আকাশটা
ছিল কত নিষ্পাপ
মনে হয় দেখেছিলাম স্বর্গ ।
মাঠ-ঘাট দেখতে ছিল
আহ! কী দুর্দান্ত !
শৈশবের প্রতিটি মূহূর্তই ছিল
আনন্দে - সুখে ভরা ফুরফুরান্ত!!
মানুষের মধ্যে মানুষকে পার্থক্য করার
ছিল না কোনো যন্ত্র ।
জানিতাম না মানুষকে
কষ্ট দেওয়ার কোনো মন্ত্র ।
জানিতাম শুধু মানুষকে
আনন্দ দেওয়ার বাহা পন্থা ।
খুঁজিতাম মানুষের মাঝে
সুখের মন অনন্ত।
খুঁজিতাম আলো মানুষের মাঝে
মানুষ এখন আলো খুঁজে অর্থের মাঝে
হয় না কখনও ক্লান্ত ।
এখন অনুভাব করি
শৈশবের দিনগুলোই ছিল
নীল আকাশের মতো শান্ত ।
যেখানে ছিল না কোনো হিংসা বিভ্রান্ত
ছিল না কাহারও সাথে কোনো চক্রান্ত ,
ছিল শুধু আনন্দ ভরা জীবন অফূরান্ত !!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast