শৈশবে দেখা আকাশটা
শৈশবে দেখা আকাশটা
ছিল কত নিষ্পাপ
মনে হয় দেখেছিলাম স্বর্গ ।
মাঠ-ঘাট দেখতে ছিল
আহ! কী দুর্দান্ত !
শৈশবের প্রতিটি মূহূর্তই ছিল
আনন্দে - সুখে ভরা ফুরফুরান্ত!!
মানুষের মধ্যে মানুষকে পার্থক্য করার
ছিল না কোনো যন্ত্র ।
জানিতাম না মানুষকে
কষ্ট দেওয়ার কোনো মন্ত্র ।
জানিতাম শুধু মানুষকে
আনন্দ দেওয়ার বাহা পন্থা ।
খুঁজিতাম মানুষের মাঝে
সুখের মন অনন্ত।
খুঁজিতাম আলো মানুষের মাঝে
মানুষ এখন আলো খুঁজে অর্থের মাঝে
হয় না কখনও ক্লান্ত ।
এখন অনুভাব করি
শৈশবের দিনগুলোই ছিল
নীল আকাশের মতো শান্ত ।
যেখানে ছিল না কোনো হিংসা বিভ্রান্ত
ছিল না কাহারও সাথে কোনো চক্রান্ত ,
ছিল শুধু আনন্দ ভরা জীবন অফূরান্ত !!
ছিল কত নিষ্পাপ
মনে হয় দেখেছিলাম স্বর্গ ।
মাঠ-ঘাট দেখতে ছিল
আহ! কী দুর্দান্ত !
শৈশবের প্রতিটি মূহূর্তই ছিল
আনন্দে - সুখে ভরা ফুরফুরান্ত!!
মানুষের মধ্যে মানুষকে পার্থক্য করার
ছিল না কোনো যন্ত্র ।
জানিতাম না মানুষকে
কষ্ট দেওয়ার কোনো মন্ত্র ।
জানিতাম শুধু মানুষকে
আনন্দ দেওয়ার বাহা পন্থা ।
খুঁজিতাম মানুষের মাঝে
সুখের মন অনন্ত।
খুঁজিতাম আলো মানুষের মাঝে
মানুষ এখন আলো খুঁজে অর্থের মাঝে
হয় না কখনও ক্লান্ত ।
এখন অনুভাব করি
শৈশবের দিনগুলোই ছিল
নীল আকাশের মতো শান্ত ।
যেখানে ছিল না কোনো হিংসা বিভ্রান্ত
ছিল না কাহারও সাথে কোনো চক্রান্ত ,
ছিল শুধু আনন্দ ভরা জীবন অফূরান্ত !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৩/২০১৭অতি বাস্তব সত্য তুলে ধরেছেন।খুব ভালো লাগল।
-
অস্পষ্ট ছবি ১৭/০৩/২০১৭শৈশব আর ফিরে আসেনা । কিন্তু শৈশব ভোলাও যায় না। সোনালী সেই দিন শুধু পিছুটানে। শু্ভেচ্ছা কবিকে।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৩/২০১৭ভালো।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৩/২০১৭তারুণ্যে স্বাগতম, নতূন বন্ধু!!!!
অনেক ভালো লেগেছে
তোমার কবিতা।
মুগ্ধ হলাম।।
ধন্যবাদ -
তাবেরী ১৭/০৩/২০১৭মুগ্ধ হলাম