www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আঙ্গার

আর আমি তুলব না কোন ফুল,
আর আমি, মারাবো না কোন দিন
ধান বোনা কৃষকের ক্ষেত আর।
না, আর নয় ও চোখে চোখ রাখা
সুখের পায়রা অসুখে খাঁচাতে
দেখে যাক আর একটি মরন।
ভালবাসা ঠিক যেখানে জন্মায়
সেখানেই বাড়ে কষ্টের পরাগ।
হৃদয়ের গলিতে কষ্টের ছায়া-
সেই আতুর ঘরের ছোঁয়াছুঁয়ি,
যেন একবার দেখে যাবে কেউ
এই পঁচা দেহে কত প্রাণী বাসা
বেঁধেছিল।
সোনার হরিণ যার সেই বুঝে
নড়বড়ে দোর কত ভঙ্কর
আমিতো মানুষ জীবিত আঙ্গার
ইট স্পাতের কুইনের মতো।
আর আমি শুনব না কোন বাঁধা
লিখে যাবো যত কথা আছে বাকি.....।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহরলাল মজুমদার ০৮/০৫/২০১৬
    সকল কে ধন্যবাদ
  • অনবদ্য লেখা।
  • অভিষেক মিত্র ০৩/০২/২০১৬
    বাঃ, চমৎকার
  • ভালো লাগলো॥ শুভেচ্ছা
  • প্রদীপ চৌধুরী ০৩/০২/২০১৬
    ভালো লাগলো
  • ধ্রুব রাসেল ০৩/০২/২০১৬
    তারুণ্যে স্বাগত। ভাল লিখুন।
  • হরেকৃষ্ণ দে ০২/০২/২০১৬
    প্রথম জনের মন্তব্যে সহমত হই।খুব ভালো বিশ্লেষন করেছেন যা লিখতে সাহায্য করবে।ভালো লাগলো।লিখতে থাকুন।শুভেচ্ছা নিবেন।
  • অভিযান পাল ০২/০২/২০১৬
    কবিতা মূলত শব্দের রহস্যময় বিন্যাস । যে রহস্য পাঠকের কাছে সহসা এক অতীন্দ্রিয় জগতের দ্বার উন্মুক্ত করে দেয় । তাই কবিতার প্রত্যেকটি শব্দ আলাদা করে মনোযোগের দাবি রাখে ।
    কিন্তু পড়তে গিয়ে যদি দেখা যায় শব্দগুলি অশুদ্ধ ও অবিন্যস্ত, তখন পাঠক এক অনিপ্সিত অনভিপ্রেত সংকটের মুখোমুখী হন । কবিতাটির প্রতি তখন আগ্রহ হারিয়ে যায় ।
    উল্লেখিত কবিতাটি বেশ সম্ভাবনা ও ঔৎসুক্য জাগিয়ে শুরু হয়েছিল । কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম অসম
    বিন্যাসের সঙ্গে বর্ণাশুদ্ধি ।
    কয়েকটি চোখে লাগার মতোঃ
    যেমন মারাবো । প্রকৃত শব্দটা হল মাড়াব । মরন হবে মরণ । (ণ-ত্ত্ববিধি অনুসারে ) । আতুর > আতুড় ।
    ভঙ্কর > বাংলায় এই শব্দটি নেই । মনে হয় ভয়ঙ্কর হবে ।
    কবিতার শিরোনামের বানানটিই ভুল । আঙ্গার নয় । হবে অঙ্গার ।
    ইট স্পাতের (?) এটা কোন শব্দ ? মানে কী ? ইট ইস্পাতের কী ?
    " আর আমি শুনব না কোন বাঁধা " ... এই পঙক্তিটির মানে কী ? বাঁধা কী বাধা ?

    আরো খুঁটিয়ে দেখলে ভুল বেরোবে ।
    যেমন : কোন শব্দটির প্রয়োগ । কোন মানে Which আর কোনো বা কোনও মানে Any one ।
    কবিতায় মনে হয় কোন মানে Any one বলতে চাওয়া হয়েছে।
    দোর কী দৌড় ?
    আমিতো হবে আমি তো । বিশ্লিষ্ট হয়ে "তো" ব্যবহার হবে ।
    ক বিকে স্বাগত । কিন্তু অনুগ্রহ করে যথাযথ শব্দ প্রয়োগের দাবি জানিয়ে রাখি । ধন্যবাদ ।
    • জহরলাল মজুমদার ০৮/০৫/২০১৬
      আপনার কাছে আমি চির কৃত... এই মূল্যবান মতামত দেয়ার জন্য। আমার দূর্বলতা শিকার করে ধন্যবাদ জানাচ্ছি। উপকৃত হলাম। আবারো ধন্যবাদ
  • মাহাবুব ০২/০২/২০১৬
    সুন্দর, কবিতাটা কবি।
 
Quantcast