www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রথম কবিতা

এ ঘর যে আলো শূণ্যতায় জর্জরিত
সম্মুখে কোথাও থাকে না আমার প্রিয় মুখ
জেনেছি দেখে অাঁধার পেয়েছি স্তদ্ধতা
দিনের ব্যস্ততা পেরিয়ে রাতের গভীরেই সুখ ।
ঘুম কে চশমা বানিয়েছে কত কবি,
এঁকেছে শিশির মাখা সাদা নীল গগনের ছবি
কবির কবিতা যেন অমাবশ্যার কোলাহল ।
পথ হারিয়ে সঠিক পথ কাঁটাবনে জোয়ানেরা এক দল
শরীর ঘাম ও গন্ধ কালো শাড়ি পরে থাকে
কখনো বা মশা মাছি ডাকে।
এ কীটপতঙ্গ কোথা হতে এসে গেল মিশে?
প্রথম ছন্দের গলাগলি ভালবেসে
প্রথম নারী চঞ্চল হয়ে ওঠে কলম কালিতে
প্রথম শিশুর পুতুলের ঘর মাটি ও বালিতে
প্রথম লেখার ছেঁড়া কাগজের পাতা ভুরি ভুরি
প্রথম কবিতা কবিদের নিত্য সে স্মৃতির ঝুঁড়ি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast