প্রথম কবিতা
এ ঘর যে আলো শূণ্যতায় জর্জরিত
সম্মুখে কোথাও থাকে না আমার প্রিয় মুখ
জেনেছি দেখে অাঁধার পেয়েছি স্তদ্ধতা
দিনের ব্যস্ততা পেরিয়ে রাতের গভীরেই সুখ ।
ঘুম কে চশমা বানিয়েছে কত কবি,
এঁকেছে শিশির মাখা সাদা নীল গগনের ছবি
কবির কবিতা যেন অমাবশ্যার কোলাহল ।
পথ হারিয়ে সঠিক পথ কাঁটাবনে জোয়ানেরা এক দল
শরীর ঘাম ও গন্ধ কালো শাড়ি পরে থাকে
কখনো বা মশা মাছি ডাকে।
এ কীটপতঙ্গ কোথা হতে এসে গেল মিশে?
প্রথম ছন্দের গলাগলি ভালবেসে
প্রথম নারী চঞ্চল হয়ে ওঠে কলম কালিতে
প্রথম শিশুর পুতুলের ঘর মাটি ও বালিতে
প্রথম লেখার ছেঁড়া কাগজের পাতা ভুরি ভুরি
প্রথম কবিতা কবিদের নিত্য সে স্মৃতির ঝুঁড়ি।
সম্মুখে কোথাও থাকে না আমার প্রিয় মুখ
জেনেছি দেখে অাঁধার পেয়েছি স্তদ্ধতা
দিনের ব্যস্ততা পেরিয়ে রাতের গভীরেই সুখ ।
ঘুম কে চশমা বানিয়েছে কত কবি,
এঁকেছে শিশির মাখা সাদা নীল গগনের ছবি
কবির কবিতা যেন অমাবশ্যার কোলাহল ।
পথ হারিয়ে সঠিক পথ কাঁটাবনে জোয়ানেরা এক দল
শরীর ঘাম ও গন্ধ কালো শাড়ি পরে থাকে
কখনো বা মশা মাছি ডাকে।
এ কীটপতঙ্গ কোথা হতে এসে গেল মিশে?
প্রথম ছন্দের গলাগলি ভালবেসে
প্রথম নারী চঞ্চল হয়ে ওঠে কলম কালিতে
প্রথম শিশুর পুতুলের ঘর মাটি ও বালিতে
প্রথম লেখার ছেঁড়া কাগজের পাতা ভুরি ভুরি
প্রথম কবিতা কবিদের নিত্য সে স্মৃতির ঝুঁড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিমূর্ত পথিক ১৯/০৭/২০১৫আসলেও তাই।
-
দ্বীপ সরকার ১৮/০৭/২০১৫সুন্দর।
-
কিশোর কারুণিক ১৮/০৭/২০১৫আলো আসবে
-
T s J ১৭/০৭/২০১৫দারুন!
-
বেনামী পত্তনদার ১৭/০৭/২০১৫অসাধারণ! অনেক তৃপ্তি পেলাম কবিতাটা পরে। দোয়া ও শুভেচ্ছা রইল!