ঋণী
এ সপ্নের স্বাধীন দেশে জন্মেছি ঋণী হয়ে তুমি আমি।
স্বাধীনতা
আমি দেখিনি তবুও অনুভব করি দেখে মৃত্যুর পুনরাবৃত্তি,
ইতিহাস চোখে জল ঝরায় দাঁতে দাঁত চেপে ধরি।
আমি জানি না কেন এত উতলা হয়ে উঠি
জলের প্রাণীর মতই শান্ত হয়ে যাই গভীর শান্তনায়।
আমরাই ঋণী এ মানচিত্রের অতীতের কাছে ভাই
নীল গগনের বুকে দেখ ভয়ংকর অগ্নি শিখা।
এক যুবতীর আন্দোলনে গর্জে ওঠা ধরনীর ছবি আঁকি,
হসে উঠি কেঁদও উঠি মানচিত্র ভালবেসে প্রেমিক হয়ে যাই।
তবু বন্ধ করতে পেরেছি কী এ রক্তপাত হানাহানি ?
ভেঙ্গে ফেলে দিয়ে মতভেদের প্রাচীর
হাতের তালুতে উঠিয়ে প্রলয় ধ্বনি আমরাই পারি
মন থেকে মুছে দিতে পাপ অর্থহীন গোলাগুলি।
বাতাসে লাশের গন্ধরা বলছে এখনি সময় তোমরাই পার-
কেড়ে নিতে পথচারীর বুকে হাকা বন্দুক
চাইলেই এক হতে পারো এক হও এক হও পথিকেরা,
রাতের প্রহরি তারাদের হাতে তুলে দাও খর্গ
ফুৎকারে উড়িয়ে দাও বিষাক্ত ধূলি কণা।
মুক্ত হও মুক্ত হও পুর্ন কর রক্তহীন স্বাধীনতা,
তুমি যে মানবিক স্মৃতি নয় সঞ্চয় কর মানবতা।
১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:১০
স্বাধীনতা
আমি দেখিনি তবুও অনুভব করি দেখে মৃত্যুর পুনরাবৃত্তি,
ইতিহাস চোখে জল ঝরায় দাঁতে দাঁত চেপে ধরি।
আমি জানি না কেন এত উতলা হয়ে উঠি
জলের প্রাণীর মতই শান্ত হয়ে যাই গভীর শান্তনায়।
আমরাই ঋণী এ মানচিত্রের অতীতের কাছে ভাই
নীল গগনের বুকে দেখ ভয়ংকর অগ্নি শিখা।
এক যুবতীর আন্দোলনে গর্জে ওঠা ধরনীর ছবি আঁকি,
হসে উঠি কেঁদও উঠি মানচিত্র ভালবেসে প্রেমিক হয়ে যাই।
তবু বন্ধ করতে পেরেছি কী এ রক্তপাত হানাহানি ?
ভেঙ্গে ফেলে দিয়ে মতভেদের প্রাচীর
হাতের তালুতে উঠিয়ে প্রলয় ধ্বনি আমরাই পারি
মন থেকে মুছে দিতে পাপ অর্থহীন গোলাগুলি।
বাতাসে লাশের গন্ধরা বলছে এখনি সময় তোমরাই পার-
কেড়ে নিতে পথচারীর বুকে হাকা বন্দুক
চাইলেই এক হতে পারো এক হও এক হও পথিকেরা,
রাতের প্রহরি তারাদের হাতে তুলে দাও খর্গ
ফুৎকারে উড়িয়ে দাও বিষাক্ত ধূলি কণা।
মুক্ত হও মুক্ত হও পুর্ন কর রক্তহীন স্বাধীনতা,
তুমি যে মানবিক স্মৃতি নয় সঞ্চয় কর মানবতা।
১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নাজমুল হাসান ০৯/০৭/২০১৫এক কথায় চমৎকার। শুভেচ্ছা রইলো।
-
শাহাদাত হোসেন রাতুল ০৮/০৭/২০১৫Valo Laglo besh
-
শাহাদাত হোসেন রাতুল ০৮/০৭/২০১৫Valo laga Rekhe gelam lekhar majhe
-
শান্তনু ব্যানার্জ্জী ০৮/০৭/২০১৫খুব ভালো লাগলো দাদা ।
-
কিশোর কারুণিক ০৭/০৭/২০১৫বেশ
-
সবুজ আহমেদ কক্স ০৭/০৭/২০১৫ভালো হইছে