আমি মরেও অমরত্বের সুখ নেব
আমি মরেও অমরত্বের সুখ নেব
আমার ভিতর আছে যা কিছু, বিলিয়ে দেব
বিলিয়ে দেব’ বনের এলেবেলে নৌপথের মত,
বৃদ্ধার হব হাতের লাঠি।
আমরা শান্তির প্রতীক উড়াব, প্রতিবাদী হব
আমি মরেও অমরত্বের সুখ নেব
দূর যাত্রার ষ্টিমারের মতই
বহন করব জম্মান্ধের অটুট বিশ্বাস।
দারিদ্যের সীমানা পেরিয়ে নিয়ে যাব
সকলেরে
পথে পরে থাকা সােনার সে মুখ- অনাথেরে;
পতিতার অাশয় গােপন ব্যাথা হব।
আমি মরেও অমরত্বের সুখ নেব
যার সৎ মতাদশ্য আমি তার।
ও রে নব জােয়ানের দল
নাই পিছুটান কােন বাড়িয়ে মনের বল।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৭
আমার ভিতর আছে যা কিছু, বিলিয়ে দেব
বিলিয়ে দেব’ বনের এলেবেলে নৌপথের মত,
বৃদ্ধার হব হাতের লাঠি।
আমরা শান্তির প্রতীক উড়াব, প্রতিবাদী হব
আমি মরেও অমরত্বের সুখ নেব
দূর যাত্রার ষ্টিমারের মতই
বহন করব জম্মান্ধের অটুট বিশ্বাস।
দারিদ্যের সীমানা পেরিয়ে নিয়ে যাব
সকলেরে
পথে পরে থাকা সােনার সে মুখ- অনাথেরে;
পতিতার অাশয় গােপন ব্যাথা হব।
আমি মরেও অমরত্বের সুখ নেব
যার সৎ মতাদশ্য আমি তার।
ও রে নব জােয়ানের দল
নাই পিছুটান কােন বাড়িয়ে মনের বল।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
T s J ০৭/০৭/২০১৫দারুন,ভালো লাগল
-
আব্দুল মান্নান মল্লিক ০৬/০৭/২০১৫দুর্দান্ত
-
সাইদুর রহমান ০৬/০৭/২০১৫অবশ্যি নিবেন।
ভালো হয়েছে উপস্থাপনা। -
অভিষেক মিত্র ০৬/০৭/২০১৫বেশ সুন্দর।
-
মায়নুল হক ০৬/০৭/২০১৫ভালো খুব
-
কিশোর কারুণিক ০৬/০৭/২০১৫অবশ্যই