পোষা প্রিয় পাখিটা
আজ যদি আখি জল ঝরে পরে যায় যাক
বারণ করনা
এই আমার কাঁদার সঠিক সময় হল।
কংক্রিট ইস্পাত বৃক্ষ রাতের নির্জনতার কাছে বলে দিও না
বিলবোর্ড সম্পাদক কিংবা
আর্ট শিল্পীর কাছে তুলে দিও না
আমার স্বরচিত করুণ দৃশ্য।
ক্যালেন্ডারে জমা বছরের ধূলি
ঝিনুক ঝিনুকের কংকাল পলি মাটির মতই
বুকে শিরায় শিরায় স্তুপ হয়ে আছে কষ্ট।
এখনি সময় মগজের লোনা জল
বাসি ডালের মত ফেলে দেয়ার,
দুই চোখের বারিধারা দেখে ছুটে এসো না
ওই অপরিচিত সুগন্ধ মাখানো ওড়ণা হাতে।
আমি বশে ভাল আছি
আমি বলছি ভালই আছি
নীড়ে মরা ছানাটি নিয়ে মা পাখিটি যেমন আছে,
কোরবানির হাটে পশুর বোবা কান্নার মাঝেতে আছি।
আন্ধকারের জন্তুজানোয়ার ইঁদুর টিকটিকি
ছাড় পােকা এদের মধ্যে পােষা প্রিয় পাখিটা
আনাদরে মরে গেছে।
তার মাথার ওপর দুই হৃদয়ের পাপ
শ্বাসরুদ্ধ হয়ে লেপটে গেছে মাটির সাথে,
তুমি নিজে যে ফুলের গলাটিপে ধরেছ
তার নাম ভালবাসা।
আজ যদি আখি জল ঝরে পরে যায় যাক
বারন করনা
এই আমার কাঁদার সঠিক সময় হল।
বারণ করনা
এই আমার কাঁদার সঠিক সময় হল।
কংক্রিট ইস্পাত বৃক্ষ রাতের নির্জনতার কাছে বলে দিও না
বিলবোর্ড সম্পাদক কিংবা
আর্ট শিল্পীর কাছে তুলে দিও না
আমার স্বরচিত করুণ দৃশ্য।
ক্যালেন্ডারে জমা বছরের ধূলি
ঝিনুক ঝিনুকের কংকাল পলি মাটির মতই
বুকে শিরায় শিরায় স্তুপ হয়ে আছে কষ্ট।
এখনি সময় মগজের লোনা জল
বাসি ডালের মত ফেলে দেয়ার,
দুই চোখের বারিধারা দেখে ছুটে এসো না
ওই অপরিচিত সুগন্ধ মাখানো ওড়ণা হাতে।
আমি বশে ভাল আছি
আমি বলছি ভালই আছি
নীড়ে মরা ছানাটি নিয়ে মা পাখিটি যেমন আছে,
কোরবানির হাটে পশুর বোবা কান্নার মাঝেতে আছি।
আন্ধকারের জন্তুজানোয়ার ইঁদুর টিকটিকি
ছাড় পােকা এদের মধ্যে পােষা প্রিয় পাখিটা
আনাদরে মরে গেছে।
তার মাথার ওপর দুই হৃদয়ের পাপ
শ্বাসরুদ্ধ হয়ে লেপটে গেছে মাটির সাথে,
তুমি নিজে যে ফুলের গলাটিপে ধরেছ
তার নাম ভালবাসা।
আজ যদি আখি জল ঝরে পরে যায় যাক
বারন করনা
এই আমার কাঁদার সঠিক সময় হল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহরলাল মজুমদার ০৪/০৭/২০১৫আপনাকেও
-
মোবারক হোসেন ০৪/০৭/২০১৫সুন্দর কবিতা।ধন্যবাদ।
-
জহরলাল মজুমদার ০৪/০৭/২০১৫ধন্যবাদ
-
আর. কে. (র্নিবাক আমি) ০৩/০৭/২০১৫খুব ভালো লাগল ।।