উপকূলীয় জীবন
ঘূর্ণিতে গুড়িয়ে স্বপ্ন
বিধ্বস্ত হয়ে লোকালয়,
বানে প্লাবিত চারপাশ
শুধু ক্ষুধা আর হাহাকার।
বিলীন সব গৃহ
মলিন সব মুখ,
নেই আর ঠাঁই
নেই আর বাসস্থানের অধিকার।
ভাঙ্গনে ভেঙ্গেছে বুক
দুঃখ কেড়েছে সুখ,
বিলীন শেষ চিহ্ন
নেই স্বজনের সমাধি আর।
নির্ঘুম জেগে চোখ
জাগে শুধু বেদনা,
ঝরিয়ে বহু অশ্রু
চোখে অশ্রু জমে না আর।
দৃষ্টি জুড়ে বিষাদ,
শ্রবণ পুড়ে আর্তনাদ,
হতাশায় মানুষ,পশু-পাখি একাকার।
প্রতি প্রাণে অবসাদ,
দুঃখে আনে অনুনাদ,
কান্না হাসি জোয়ার ভাটার অধিকার!
ভাঙ্গা গড়ার খেলায়
উপকূলীয় জীবন,
তবু বেলায় অবেলায়
আশায় বুক বাঁধে বারবার।
বিধ্বস্ত হয়ে লোকালয়,
বানে প্লাবিত চারপাশ
শুধু ক্ষুধা আর হাহাকার।
বিলীন সব গৃহ
মলিন সব মুখ,
নেই আর ঠাঁই
নেই আর বাসস্থানের অধিকার।
ভাঙ্গনে ভেঙ্গেছে বুক
দুঃখ কেড়েছে সুখ,
বিলীন শেষ চিহ্ন
নেই স্বজনের সমাধি আর।
নির্ঘুম জেগে চোখ
জাগে শুধু বেদনা,
ঝরিয়ে বহু অশ্রু
চোখে অশ্রু জমে না আর।
দৃষ্টি জুড়ে বিষাদ,
শ্রবণ পুড়ে আর্তনাদ,
হতাশায় মানুষ,পশু-পাখি একাকার।
প্রতি প্রাণে অবসাদ,
দুঃখে আনে অনুনাদ,
কান্না হাসি জোয়ার ভাটার অধিকার!
ভাঙ্গা গড়ার খেলায়
উপকূলীয় জীবন,
তবু বেলায় অবেলায়
আশায় বুক বাঁধে বারবার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৫/০৬/২০২১ভালো লেখা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৫/০৫/২০২১অনেক সুন্দর হয়েছে।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৫/২০২১বড় কঠিন উপকূলীয় জীবন।
-
ফয়জুল মহী ২৪/০৫/২০২১Excellent
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৫/২০২১বাস্তব