শিরোনাম
ছলনায় আমার কেটেছে বেলা,
বেলা শেষে ছিল অবহেলা।
টানা পোড়েন চলেছে বেশ,
তবে শিরোনাম দিলে তার শেষ!
স্তব্ধ সেই দিনের মৌনতা
পেয়েছে আজ শুধু পূর্ণতা,
পায়নি আর তোমায় আমায়,
কখনো আর এক জায়গায়।
সেদিনের সেই শিরোনাম,
তোমার আমার জীবনের পরিণাম।
আজো শিরায় উপশিরায় এর রেশ,
পোড়ায় তোমায় আমায় বেশ।
শিরোনামের কাঙ্গাল আমি নই,
তোমার দেওয়া সেই,আমি সই!
সইতে সইতে ইচ্ছি নিঃশেষ,
শিরোনাম পোড়ায় আমায় বেশ
তবে শিরোনাম দিলে তার শেষ।।
(১৩ই বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ)
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ
[সকাল ১১:৩০]
Copyright reserved ©
বেলা শেষে ছিল অবহেলা।
টানা পোড়েন চলেছে বেশ,
তবে শিরোনাম দিলে তার শেষ!
স্তব্ধ সেই দিনের মৌনতা
পেয়েছে আজ শুধু পূর্ণতা,
পায়নি আর তোমায় আমায়,
কখনো আর এক জায়গায়।
সেদিনের সেই শিরোনাম,
তোমার আমার জীবনের পরিণাম।
আজো শিরায় উপশিরায় এর রেশ,
পোড়ায় তোমায় আমায় বেশ।
শিরোনামের কাঙ্গাল আমি নই,
তোমার দেওয়া সেই,আমি সই!
সইতে সইতে ইচ্ছি নিঃশেষ,
শিরোনাম পোড়ায় আমায় বেশ
তবে শিরোনাম দিলে তার শেষ।।
(১৩ই বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ)
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ
[সকাল ১১:৩০]
Copyright reserved ©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/১১/২০২০চমৎকার।
-
হাজেরা কোরেশী অপি ০৬/১১/২০২০চমৎকার লেখনি। ভালো লাগলো খুবই।
-
ফয়জুল মহী ০৬/১১/২০২০মনোমুগ্ধকর লেখা।
-
কুমারেশ সরদার ০৬/১১/২০২০খুব ভালো লিখেছেন প্রিয় কবি
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/১১/২০২০চমৎকার লিখেছেন।