মা
ছোট্ট একটি শব্দ মা
তবু বিশাল তার পরিধি,
জন্মের আগেই সূচনা যা
বৃস্তিত তা মরণ অবধি,
মা কথাটি ভুলিতে বারণ।
যবে হতে গর্ভে ধারণ
আপন গর্ভে করেছেন লালন,
সয়ে জালাতন হয়নি টালন
যত্নে তবু করেছেন পালন,
মা কথাটি শিশুর প্রথম উচ্চারণ।
মায়ের মুখটা মমতা মাখা
ভুবন ভোলানো মায়ের পরশ,
মায়ের মনে কষ্ট দিলে
কেঁপে ওঠেন খোদার আরশ,
মাকে কষ্ট দেয়া বারণ।
শতত সুখে-দুঃখে মা
সদাই ভুলেছেন আপন সুখ,
প্রকাশ করেনি আপন দুঃখ
কষ্টে যদিও ফেটেছে বুক,
সর্বদা মাকে করিও বরণ।
চলে যাবার পরেও মা
তোমায় দেবেন মমতার পরশ,
মাকে কখনো যেওনা ভুলে,
জীবন যেন করিও না নিরস।
মা কথাটি রাখিও স্বরণ
কখনো যেন যেওনা ভুলে
মা কথাটি ভুলতে বারণ।
তবু বিশাল তার পরিধি,
জন্মের আগেই সূচনা যা
বৃস্তিত তা মরণ অবধি,
মা কথাটি ভুলিতে বারণ।
যবে হতে গর্ভে ধারণ
আপন গর্ভে করেছেন লালন,
সয়ে জালাতন হয়নি টালন
যত্নে তবু করেছেন পালন,
মা কথাটি শিশুর প্রথম উচ্চারণ।
মায়ের মুখটা মমতা মাখা
ভুবন ভোলানো মায়ের পরশ,
মায়ের মনে কষ্ট দিলে
কেঁপে ওঠেন খোদার আরশ,
মাকে কষ্ট দেয়া বারণ।
শতত সুখে-দুঃখে মা
সদাই ভুলেছেন আপন সুখ,
প্রকাশ করেনি আপন দুঃখ
কষ্টে যদিও ফেটেছে বুক,
সর্বদা মাকে করিও বরণ।
চলে যাবার পরেও মা
তোমায় দেবেন মমতার পরশ,
মাকে কখনো যেওনা ভুলে,
জীবন যেন করিও না নিরস।
মা কথাটি রাখিও স্বরণ
কখনো যেন যেওনা ভুলে
মা কথাটি ভুলতে বারণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০৫/২০২১দারুণ...
-
চিরন্তন ০৫/০২/২০২১💚
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/১১/২০২০এ জগতে মায়ের তুলনা হয় না।
-
পি পি আলী আকবর ২৯/১১/২০২০অসাধারণ
-
শ.ম. শহীদ ২৯/১১/২০২০অসাধারণ!
-
ফয়জুল মহী ২৯/১১/২০২০অসাধারণ 💖💜💖