হায় সেলুকাস
বদলে দেওয়া আধুনিকায়ন
চাকচিক্যময় উজ্জ্বল নগরী,
যাকে যত্ন করে সভ্যতা বলা হয়
সত্যিকার অর্থে এসব কিছুই নয়।
বর্বরতা,অশ্লীলতা,মূল্যবোধের অবক্ষয়
যেখানে ঘাপটি মেরে বসে আছে
সেখানে বৈশ্বিক সভ্যতা নাকি আধুনিক,
হায় সেলুকাস.. তাকে সভ্যতা কয়!
Copyright reserved ©
চাকচিক্যময় উজ্জ্বল নগরী,
যাকে যত্ন করে সভ্যতা বলা হয়
সত্যিকার অর্থে এসব কিছুই নয়।
বর্বরতা,অশ্লীলতা,মূল্যবোধের অবক্ষয়
যেখানে ঘাপটি মেরে বসে আছে
সেখানে বৈশ্বিক সভ্যতা নাকি আধুনিক,
হায় সেলুকাস.. তাকে সভ্যতা কয়!
Copyright reserved ©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০৫/২০২১সুন্দর
-
হাজেরা কোরেশী অপি ০৩/১১/২০২০খুবই সুন্দর রচনা। ভালো থাকেন কবি চিরন্তন।
-
ফয়জুল মহী ০২/১১/২০২০স্নিগ্ধোজ্জ্বল লেখনী
চলনসই প্রকাশ