বর্ণিল বাংলাদেশ
তোমায় কে দেখেছে বলো
দেখেছে আর আমার মতো?
সবুজে সবুজ তুমি, নীলিমায় তুমি নীল
বিলে স্বচ্ছ জল তুমি, অজানায় শঙ্খচিল,
মৃত্তিকার মিষ্টি গন্ধ তুমি- সমারোহ এক বর্ণীল!
গ্রীষ্মে পোড়ায় প্রখর রোদ
বর্ষায় ফোটে কদম ফুল,
শরতে দোলে শুভ্র কাশবন
পল্লব ঝরায় বৃক্ষ কূল।
হেমন্ত জুড়ে হিমেল হাওয়া
হাড় কাঁপায় শীত,
বসন্তে গায় মিষ্টি কোকিল,
আনে শিমুল বনে ফুলেল অতীত।
বর্ণিল বাংলার এ রূপ দেখে
মনেতে মুগ্ধতা মেখে,
গর্বে আমার ভরে যায় বুক- অহংকার যত।
সবুজ শ্যামল সুন্দর
সুজলা সুফলা উর্বর,
নেই ধরণী মাঝে আর তোমার মতো।
তাই সকলেই তোমায় ভালোবেসেছে,
ভালোবেসেছে আমার মতো।
Copyright reserved ©
দেখেছে আর আমার মতো?
সবুজে সবুজ তুমি, নীলিমায় তুমি নীল
বিলে স্বচ্ছ জল তুমি, অজানায় শঙ্খচিল,
মৃত্তিকার মিষ্টি গন্ধ তুমি- সমারোহ এক বর্ণীল!
গ্রীষ্মে পোড়ায় প্রখর রোদ
বর্ষায় ফোটে কদম ফুল,
শরতে দোলে শুভ্র কাশবন
পল্লব ঝরায় বৃক্ষ কূল।
হেমন্ত জুড়ে হিমেল হাওয়া
হাড় কাঁপায় শীত,
বসন্তে গায় মিষ্টি কোকিল,
আনে শিমুল বনে ফুলেল অতীত।
বর্ণিল বাংলার এ রূপ দেখে
মনেতে মুগ্ধতা মেখে,
গর্বে আমার ভরে যায় বুক- অহংকার যত।
সবুজ শ্যামল সুন্দর
সুজলা সুফলা উর্বর,
নেই ধরণী মাঝে আর তোমার মতো।
তাই সকলেই তোমায় ভালোবেসেছে,
ভালোবেসেছে আমার মতো।
Copyright reserved ©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/০২/২০২১সুন্দর।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০২/২০২১bravo!
-
ফয়জুল মহী ০৫/০২/২০২১পরিপক্ব ভাবনায় দুর্দান্ত উপস্থাপন ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০২/২০২১বর্ণময় বাংলা! আলোর ঝলক!