বঙ্গপাল
দিবা রাত্রি করেছো চুরি
দেশের করেছ এ কি হাল!
ভোজনে ভোজনে সতেজ ভুঁড়ি
সাজিয়াছ কি তবে বঙ্গপাল?
দেশে দেশ বেড়াইছে ঘুরিয়া
কী এক নিদারুণ পঙ্গপাল।
বাংলায় তোমরা ছিনিয়েছ অন্য
আনাহারীর তোমারা লুটেছ চাল।
গরিবের রোদন বুঝবে সে কি-
ভরিয়াছে গোপনে আপন ঝুলি,
ক্লেশিত মনে কাঁদে দুঃখি, এ কি!
অনাহারীর অন্য নিয়েছ মুখেতে তুলি?
অমানুষ যদি হতে বলিতাম
বল তোমাদের বলবো কি?
সবটুকু রাজ্য দিব লিখে,
বল পারবে মানুষ হতে কি?
দেশের করেছ এ কি হাল!
ভোজনে ভোজনে সতেজ ভুঁড়ি
সাজিয়াছ কি তবে বঙ্গপাল?
দেশে দেশ বেড়াইছে ঘুরিয়া
কী এক নিদারুণ পঙ্গপাল।
বাংলায় তোমরা ছিনিয়েছ অন্য
আনাহারীর তোমারা লুটেছ চাল।
গরিবের রোদন বুঝবে সে কি-
ভরিয়াছে গোপনে আপন ঝুলি,
ক্লেশিত মনে কাঁদে দুঃখি, এ কি!
অনাহারীর অন্য নিয়েছ মুখেতে তুলি?
অমানুষ যদি হতে বলিতাম
বল তোমাদের বলবো কি?
সবটুকু রাজ্য দিব লিখে,
বল পারবে মানুষ হতে কি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০৫/০৫/২০২১Very Nice.
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০৪/২০২১খুব সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৪/২০২১অনেকেই করছে চুরি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৪/২০২১ওহে বঙ্গপাল!
মানুষের কথা না ভাবিয়া
অপরের ধন করেছ চুরি।
ভরেছ নিজের ভুরি। -
ফয়জুল মহী ১৬/০৪/২০২১অনিন্দ্য সুন্দর গাঁথুনি