www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এসো নতুন পৃ‌থিবী গ‌ড়ি

এসো নতুন পৃ‌থিবী গ‌ড়ি,
মুক্ত বিহঙ্গ হ‌য়ে উ‌ড়ি,
অম্বর ধরণী এক অ‌ভিন্ন-
উপ‌ড়ে ফেলি কমা দ‌া‌ড়ি।

জন্ম প্রস্থা‌নে সবই অ‌ভেদ,
ভাষ‌া সীমানায় কেন ভেদা‌ভেদ?
সীমানা প্রাচীর মু‌ছে দেই চল-
সকল বাধা ক‌রিব ছেদ।

র‌বি শশী রব এক,
অা‌লো বাতাস নীর এক,
ধর্ম বিশ্বা‌সে থাকনা অ‌মিল-
মানুষ মোরা প‌রিচয় এক।

হর্ষ বিষাদ য‌জ্ঞে মিল,
রক্ত মাংস তাও মিল,
‌কেন ভিসা? এত বাধা-
সাম্য মানবতায় হটাও অ‌নিল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast