www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছলনাময়ী প্রেম

এক পশলা বৃষ্টির মত,
কাল বৈশাখী ঝড়ের মত,
সুপ্ত হৃদয় ভিজিয়ে-নাড়িয়ে চলে গেলে।

জ্যোৎস্না রাতের চাঁদের মত,
আকাশের রংধনুর মত,
নির্বোধ আঁধারে দীপ্তি-রং ছড়িয়ে উধাও হলে।।

কদম ফুলের পাঁপড়ি ছিঁড়ে,
হাজার লোকের দূর্ভেদ্য ভিড়ে,
ফুল-বরণে গ্রহন করে পালিয়ে গেলে।

ঢোল তবলায় সাক্ষী গড়ে,
কোরান হাতে শপথ পড়ে,
সাক্ষী-শপথ পায়ে ঠেলে ভূলে গেলে।।

দীঘল কালো চুল,
খোঁপায় গোলাপ ফুল,
উড়ছে-দুলছে স্মৃতির ডালে ডালে।

হাসি ঝর্ণার জল,
চিন্তা নদীর কল কল,
ঝরছে-ছুটছে কল্পনায় কালে কালে।।

সকাল দুপুর সাঁঝের বেলায়,
অনন্ত দূর নীলিমায়,
খুঁজে-খুঁজে ক্লান্ত, বুক ভাসে নয়নের জলে।

ভালবেসে সখি তোমায়,
সর্বহারা, সবই ক্ষয়,
ছলনাময়ী! ‌নিঃস্ব-সর্বহারা করতে কেন এসেছিলে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ০২/০২/২০১৭
    গভীর কথা,
    অপূর্ব লিখা।
  • বেশ
  • সু্ন্দরতম
 
Quantcast