www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমাজদ্রোহী

ধনঞ্জয় খুব তারাতারি গাড়িতে করে ব্যাঙ্কে পৌঁছাল।একতলার উপরে ব্যাঙ্ক।নীচে একটি ATM. সিঁড়ির পাশে সাইকেল আর গাড়ি রয়েছে।ধনঞ্জয় তারাহুরা করে সিঁড়ির উপরে উঠে ভিতরে ঢুকল।

ধনঞ্জয় একটি ফর্ম নিয়ে ভরতে লাগল।তাঁর নিজের একাউন্টে টাকা পাঠাবে।কুড়ি-টি পাঁচশ টাকার নোট।কিন্তু, কাউন্টারে ধরা পরল একটি নোট জাল।কাউন্টারবাবু তাকে ফিরিয়ে দিলেন।ধনজ্ঞয় কী করবে বুঝতে পারল না।সে ব্যাঙ্কের একজন সহকারিকে জিজ্ঞেস করল-
"স্যার, আমার একটি নোট জাল।জানি না কোথা থেকে এসেছে।"

"জালনোটের ব্যাবসা খুলেছেন নাকি!"

"আপনি কিছু করুন স্যার।"

"কী করব ভাই?"

ধনঞ্জয় পকট থেকে একটা ১০০ টাকার নোট বের করে সহকারিটির হাতে দিল।

"দেখি আপনার নোটটা।"

ধনঞ্জয় হাত বারিয়ে জাল নোটটি দিল।

"স্যার, আপনাকে যে কি বলে ধন্য..."

সহকারি লোকটি পাঁচশ টাকার নোটটি নিয়ে একটা টাকার বান্ডিলের মাঝখানে গুঁজে দিল।

(এটা একটা বাস্তব ঘটনা যা আমার বন্ধু সুকুমার বলেছে।আমি সমাজের এই চিত্রটাকে তুলে ধরার জন্যে গল্পের রূপ দিলাম)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১৩২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিজয় রায় ০৯/০৯/২০১৪
    Vlo
  • ০৮/০৯/২০১৪
    বেশ ভালো লাগল গল্পটি তবে খুব কষ্ট পেলাম দায়িত্বশীল মানুষদের এমন দায়িত্বহীনতা দেখে ।
    • বিপ্লব সিংহ ১০/০৯/২০১৪
      ভালো লাগল আপনার মন্তব্যে যে আপনি কষ্ট পেয়েছেন।আমার তো ক্ষোভ হচ্ছে তাদের প্রতি।এভাবে কতই না ক্ষতি হচ্ছে সাধারণ মানুষদের।
  • একনিষ্ঠ অনুগত ০৭/০৯/২০১৪
    টাকার কাছে সততা যেখানে বিক্রিত...
  • বেশ সুন্দর সাজিয়েছেন।
    • বিপ্লব সিংহ ০৭/০৯/২০১৪
      ধন্যবাদ মৃদুল ভাই। আমি ছোটগল্প বেশি লিখিনি 3-4টি হবে এগুলিও অসম্পুর্ণ। তাই বিশেষ অভিজ্ঞতা নাই।
 
Quantcast