রাজবংশী ভাষার স্বীকৃতি
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় কিছু দিন আগত রাজবংশী ভাষার স্বীকৃতি ঘোষণা করিল।। আলা রাজবংশী ভাষার স্ক্রীপ্ট বেবার তানে কমিটি তৈথি করা হইচে।। এই রাজবংশী কাথার মানে হচে-- রাজ=রাজা। বংশ=পরিবার।। "রাজার পরিবার"।। রাজবংশী জাতি হল রাজার পরিবারের লোক।। কোচবিহার রাজ্যের সঙ্গে একটা ইতিহাস ছে তার সঙ্গে ছে রাজা চিলা সিংহ এর অবদান।।
ভারতত শুধু রাজবংশী ছে তা নানাহায় ভারতের সাথে সাথে বাংলাদেশ আর নেপালত রাজবংশী জাতির অবস্থান।। স্থানভেদে ভাষার উচ্চারণের টান ডা আলাদা।।
(এই সংবাদটি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার জন্যে না বরং একটি পিছিয়ে পড়া জাতির স্বাধীন হওয়ার যে অধিকার আছে সে কথা বলে।।)
ভারতত শুধু রাজবংশী ছে তা নানাহায় ভারতের সাথে সাথে বাংলাদেশ আর নেপালত রাজবংশী জাতির অবস্থান।। স্থানভেদে ভাষার উচ্চারণের টান ডা আলাদা।।
(এই সংবাদটি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার জন্যে না বরং একটি পিছিয়ে পড়া জাতির স্বাধীন হওয়ার যে অধিকার আছে সে কথা বলে।।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ১৯/০৪/২০১৭সুন্দর লাগলো
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩০/০৩/২০১৭দারুণ একটা সংবাদ অইচে।