পৃথিবী
চেয়ে দেখি তারে
বড় সুন্দর লাগে
কত মানুষের আনাগোনা
তাহারি বুকে।
বহুদূর বিস্তৃত
শত শত মাইল
চেনা যায় না তাহারে
অন্তরে না দেখিলে।
হেথায় রহিয়াছে
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীস্ট
আছে মানুষের মিলন ক্ষেত্র।
তবু জানি না কেন
সেথায় নাহি রহিয়াছে ঐক্য
হিংসা-মারামারি-ঝগরা ছাড়া।
আমি রহিয়াছি ইহারি বুকে
দেখিলাম কত মানুষজন
দু'চোখ জুড়ে।
নাহি আছে প্রকৃত ভালোবাসা
এই পৃথিবীতে
আমি চাহি না ভালোবাসে ইহা
হারাই তাহা
আমি সমানে ভালোবাসিতে চাহি
তাই তাহাই করি।
বড় সুন্দর লাগে
কত মানুষের আনাগোনা
তাহারি বুকে।
বহুদূর বিস্তৃত
শত শত মাইল
চেনা যায় না তাহারে
অন্তরে না দেখিলে।
হেথায় রহিয়াছে
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীস্ট
আছে মানুষের মিলন ক্ষেত্র।
তবু জানি না কেন
সেথায় নাহি রহিয়াছে ঐক্য
হিংসা-মারামারি-ঝগরা ছাড়া।
আমি রহিয়াছি ইহারি বুকে
দেখিলাম কত মানুষজন
দু'চোখ জুড়ে।
নাহি আছে প্রকৃত ভালোবাসা
এই পৃথিবীতে
আমি চাহি না ভালোবাসে ইহা
হারাই তাহা
আমি সমানে ভালোবাসিতে চাহি
তাই তাহাই করি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আরিফুর রহমান (ডিজিটাল কবি) ২০/০৬/২০১৪বিষয়বস্তুটা বেশ সুন্দর। ভালো লাগলো কবিতাটি। শুভ কামনা।
-
Goutam Bisai ০৭/০৪/২০১৪good
-
মুনিরুল্লাহ রাইয়ান ০১/০৪/২০১৪হুম.. করতেই থাকুন