তোমাকে লেখা মনের চিঠিটি
তোমার চোখদুটো যেন কোনো আকাঙ্খিত অনুভব পাওয়ার প্রত্যাশী। আমি তোমার চোখে তা দেখেছি। আসলে তুমি নিজেই বুঝতে পারো নি। কারণ, কর্মব্যস্ততায় তুমি চঞ্চলা হয়ে পড়েছো। তুমি কী এতদিনে চেয়েছিলে তা তুমি নিজেই বুঝতে পারো নি। তুমি তা উপেক্ষা করে চলতে। কিন্তু, আজ তোমার মধ্যে অন্তর আত্মা জেগে উঠেছে। তোমার মন পরিষ্কার হয়েছে। সকল পরাধীনতা ছিন্ন করে তোমার মন আজ উড়ন্ত পাখির মতো বেড়িয়ে এসেছে। তাই তুমি ভালোবাসতে শিখেছো। আজ তোমার শরীর দিয়ে প্রেমের শিহরণ বয়ে গিয়েছে। আমি খুব খুশি। এবার তুমি বুঝবে 'প্রেম' কী, 'ভালোবাসা' কী। আমি আশা করবো তোমার জীবনের ভালোবাসার দিকটা ফুটে উঠুক। তোমার ভালোবাসা যেন চিরজীবন পবিত্র থাকে।
ইতি-
তোমার মঙ্গলপ্রার্থী
ইতি-
তোমার মঙ্গলপ্রার্থী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রামবল্লভ দাস ০১/০৭/২০১৪
-
কবি মোঃ ইকবাল ২৯/০৬/২০১৪বাহ্! একেই বলে ভালোবাসা। বেশ লাগলো।
-
আবু সাহেদ সরকার ২৯/০৬/২০১৪দারুন ভাবনার লেখা। বেশ লাগলো।
কিন্তু একটা কৌতূহল "চঞ্চলা" কে চঞ্চল করলে কেমন হত ।
অনবদ্য প্রেমের উপলব্ধি...