আদিম মানুষ
আদিম মানুষ
সৌমেন সেন
আদিম যুগের আদিম মানুষ
থাকত তারা গুহায়
পোরত তারা পশুর ছাল
হাতে থাকত গাছের ডাল
বসতো তারা গাছের ডালে
লিখত তারা গাছেল ছালে
আদিম পশুর বংশ
খেতো তারা কাঁচা মাংস
পাথরে পাথরে ঘসা লাগে
বনের মধ্যে আগুন জাগে
আগুন জ্বালতে দেখলে
আগুন জ্বালাতে শিখল
মাংস পুড়ে খেতো
সবাইকে ভাগ করে দিল।
সৌমেন সেন
আদিম যুগের আদিম মানুষ
থাকত তারা গুহায়
পোরত তারা পশুর ছাল
হাতে থাকত গাছের ডাল
বসতো তারা গাছের ডালে
লিখত তারা গাছেল ছালে
আদিম পশুর বংশ
খেতো তারা কাঁচা মাংস
পাথরে পাথরে ঘসা লাগে
বনের মধ্যে আগুন জাগে
আগুন জ্বালতে দেখলে
আগুন জ্বালাতে শিখল
মাংস পুড়ে খেতো
সবাইকে ভাগ করে দিল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০২/২০১৯ভালো।
-
কৌশিক আজাদ প্রণয় ২৬/০২/২০১৯কেমন যেন!! আরেকটু ম্যাসেজ থাকলে বেশি সুবোধ্য হত।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০২/২০১৯সুন্দর