কুসংস্কার রোধ
কুসংস্কার রোধ
সৌমেন সেন
করবো কুসংস্কার রোধ
শিক্ষিত ছেলেমেয়েরা কর প্রতিজ্ঞাবোধ ।
পোলের তলায় শিশুবলি হতে দিবনা আর
শিক্ষিত ছেলেরা বলছি বার বার ।
দেখাবেনা কেউ গুনিন জ্যোতিষ সাপে কাটলে
ডাক্তার দেখাবে ব্যাথা লাগলে ।
গ্রামের বধু পড়ল ধরা
ডাইনি অপবাদ দিয়ে মিছে মারা ।
বিড়াল রাস্তা কাটলে ভাই
আমরা গাড়ি পিছাতে যাই ।
টিকটিকিটা ডাকলে পরে
সত্যি কথা বলি ঘরে ।
বাড়ির সবাই না খেলে পরে
বধূরা খেতে পারবেনা ঘরে ।
রঙ্গিন পাখি দেখলে পরে
কুটুম আসে তার ঘরে ।
বিজোড় শালিক দেখা মন্দ
দেখলে ওসে লাগবে দন্দ ।
কচ্ছপ কলা তাল ডিম
তা দেখলে যাবে খারাপ দিন ।
নরবলি আর পশু বলি হায়
কুসংস্কার কত থেকে যায় ।
ভোরের স্বপ্ন সত্যি হয়
কুসংস্কার কথায় কয় ।
কুসংস্কার মন্দ
করো একে বন্দ ।
সৌমেন সেন
করবো কুসংস্কার রোধ
শিক্ষিত ছেলেমেয়েরা কর প্রতিজ্ঞাবোধ ।
পোলের তলায় শিশুবলি হতে দিবনা আর
শিক্ষিত ছেলেরা বলছি বার বার ।
দেখাবেনা কেউ গুনিন জ্যোতিষ সাপে কাটলে
ডাক্তার দেখাবে ব্যাথা লাগলে ।
গ্রামের বধু পড়ল ধরা
ডাইনি অপবাদ দিয়ে মিছে মারা ।
বিড়াল রাস্তা কাটলে ভাই
আমরা গাড়ি পিছাতে যাই ।
টিকটিকিটা ডাকলে পরে
সত্যি কথা বলি ঘরে ।
বাড়ির সবাই না খেলে পরে
বধূরা খেতে পারবেনা ঘরে ।
রঙ্গিন পাখি দেখলে পরে
কুটুম আসে তার ঘরে ।
বিজোড় শালিক দেখা মন্দ
দেখলে ওসে লাগবে দন্দ ।
কচ্ছপ কলা তাল ডিম
তা দেখলে যাবে খারাপ দিন ।
নরবলি আর পশু বলি হায়
কুসংস্কার কত থেকে যায় ।
ভোরের স্বপ্ন সত্যি হয়
কুসংস্কার কথায় কয় ।
কুসংস্কার মন্দ
করো একে বন্দ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ১২/০৩/২০১৮দারুণ!
-
আলম সারওয়ার ১১/০৩/২০১৮অসাধারণ কবিতা র জন্য শুভেচ্ছা জানবেন প্রিয় কবিকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন কবিকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন কবিকে
-
রেজাউল রেজা (নীরব কবি) ১০/০৩/২০১৮অনেক সুন্দর লেখা!
-
জসিম মাহমুদ ১০/০৩/২০১৮কবিবন্ধু স্বাগতম। ছন্দের কবিতায় ছন্দ ঠিক থাকলে শ্রুতিমধুর হয়।
-
কামরুজ্জামান সাদ ১০/০৩/২০১৮পতিজ্ঞাবোধ > প্রতিজ্ঞাবোধ
-
আরিফ নীরদ ০৯/০৩/২০১৮ভালো লাগল কবি।
-
মল্লিকা রায় ০৯/০৩/২০১৮সত্যি সেটা রোধ করা দরকার । কিন্তু বেড়ালের গলায়
ঘন্টা বাঁধবে কে ? শুভেচ্ছা কবি। -
মোঃ ফাহাদ আলী ০৮/০৩/২০১৮কুসংস্কার ভেঙ্গে উঠবে ভোরের আলো।