বন্ধু আমার
█▓▒ বন্ধু আমার ▓█
শরীফুল ইসলাম আরশ
বন্ধু আমার চলার সাথী
বন্ধু আমার প্রাণ,
বন্ধু হলো দুই হৃদয়ের
বিনি সুতার টান।
বন্ধু আমার ভিতর বাহির
বন্ধু চতুর্পাশ,
বন্ধু বিহীন এই জগতে
যেন নরক বাস।
বন্ধু আমার দিনের আলো
বন্ধু পথের দিশা,
বন্ধু বিহীন চারপাশে মোর
নামে অমানিশা।
বন্ধু আমার জীবন জয়ে
বুকের মাঝে বল,
বন্ধু হলো মনের মিলন
নীলচে শতদল।
বন্ধু আমার মনের মুকুর
নিজের ছায়া দেখা,
বন্ধু হলো বক্রতা নয়
সহজ সরল রেখা।
বন্ধু আমার কান্না ভুলে
শুধুই হাসাহাসি,
বন্ধু হলো সুখে দুঃখে
থাকা পাশাপাশি।
উৎসর্গঃ ২০১১ ব্যাচের পরীক্ষার্থীদের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১১/০৮/২০১৫
-
মিজান রহমান ০৫/০৮/২০১৫লেখাটি কিন্তু চমৎকার হয়েছে ।
-
রইস উদ্দিন খান আকাশ ০৪/০৮/২০১৫বেশ ছন্দময়।
-
শেখ আবু জাফর ছাদেক ০৪/০৮/২০১৫sure sure dule dule pagol hoye gelam.
valo laglo kobi. -
নাবিক ০৪/০৮/২০১৫অনেক ভালো লাগলো
-
কিশোর কারুণিক ০৪/০৮/২০১৫সুন্দর
-
দ্বীপ সরকার ০৪/০৮/২০১৫সুন্দর ও অনবদ্য লেখনি।
-
সমরেশ সুবোধ পড়্যা ০৩/০৮/২০১৫বন্ধু বিহীন এই জগতে যেন নরক বাস। ....
বাহ ! সত্যি খুবই সুন্দর কবিতা।
কবিকে জানাই প্রীতি ও শত শুভ্র শুভেচ্ছা।
কবিকে।