যখন তখন
যখন থাকি কাছাকাছি
তখন তুমি হাওয়া,
দূরে সরে গেলে আবার
ভুলো গোসল খাওয়া।
ভালোবাসা তোমার কেনো
এমন অগোছালো,
আসলেই কি ভালোবাসো
সত্যি করে বলো।
ভালোবাসি ভালোবাসি
মুখের বলি না-তো!
এমন কথা কতো লোকে
বলে শত শত।
কষ্ট পেলে আমি তবু
তুমি থাকো ঠিকই,
ভালোবাসার প্রমাণ
তোমার এমনই কি?
ডাকলে কাছে তখন তুমি
কাজে একশোটা,
পরে শুনি কাজটা ছিলো
দেখা টক-শো টা!
এমনই তোমার ভালোবাসা
কুয়াশার মতো,
যায়না ধরা যায়না ছোঁয়া
চেষ্টা অবিরত...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ২৫/০১/২০১৫কবিতা এবং লোগো দুটোই চমতকার।
-
আবিদ আল আহসান ২২/০১/২০১৫বই কি আপনার
-
রাফি বিন শাহাদৎ ২১/০১/২০১৫
-
স্বপন রোজারিও(১) ২১/০১/২০১৫খুবই সুন্দর। ভালবাসা, ভালবাসা।
-
ফিরোজ মানিক ২১/০১/২০১৫দারুণ অন্ত্যমিল।
-
অ ২১/০১/২০১৫লেখাটি কিন্তু চমৎকার হয়েছে ।
ভালোবাসাতে কিছুটা লুকোচুরি না থাকলে তা মধুর হয়না ।
ধন্যবাদ । -
রাফি বিন শাহাদৎ ২১/০১/২০১৫ভাল লাগলো
-
আহমাদ মাগফুর ২১/০১/২০১৫এমনটা কি শুধু মেয়েদের বেলাতেই হয়!
না কি ছেলেদের বেলাতেও! -
সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫সুন্দর লিখা