সুখ-দুঃখের সংশয়
এই হৃদয়ের কথাগুলো ভাবছি বসে একা,
সুখের দিনগুলো আর দেয়না আগের মত দেখা।
দুঃখ আমায় তেরে বেড়ায় যতই দেই আরি,
সুখ খুজে পাইনি কভু দুঃখ সারিসারি।
তার মানি কি সুখ বলতে এক রকমের ধাঁধাঁ,
তাহলে কেন সুখ খুঁজিলে আসে এতো বাঁধা।
সুখের কথা যতই বলি বুঝতে নাহি পারি,
এক পাহাড় দুঃখ নিয়ে আসে সুখের তরী।
দুঃখ দিয়ে সুখ খুঁজিলে ধর্য ধরতে হয়,
সত্যিই একদিন মিলিবে সুখ, সুখের হবে জয়।
সুখ-দুঃখের সংশয় নিয়ে একটাই বলব আমি,
দুঃখ আছে বলেই জীবনে সুখটা এতো দামি।
সুখের দিনগুলো আর দেয়না আগের মত দেখা।
দুঃখ আমায় তেরে বেড়ায় যতই দেই আরি,
সুখ খুজে পাইনি কভু দুঃখ সারিসারি।
তার মানি কি সুখ বলতে এক রকমের ধাঁধাঁ,
তাহলে কেন সুখ খুঁজিলে আসে এতো বাঁধা।
সুখের কথা যতই বলি বুঝতে নাহি পারি,
এক পাহাড় দুঃখ নিয়ে আসে সুখের তরী।
দুঃখ দিয়ে সুখ খুঁজিলে ধর্য ধরতে হয়,
সত্যিই একদিন মিলিবে সুখ, সুখের হবে জয়।
সুখ-দুঃখের সংশয় নিয়ে একটাই বলব আমি,
দুঃখ আছে বলেই জীবনে সুখটা এতো দামি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৭/০২/২০১৫সুন্দর।। ক্যারি অন
-
সায়েম খান ২৫/০১/২০১৫দারুণ হয়েছে, তবে বানানের প্রতি যত্নবান হতে হবে।
-
সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫দারুন
-
স্বপন রোজারিও(১) ২০/০১/২০১৫ঠিকই বলেছেন। সুখ ও দু:খ নিয়েই জীবন।
-
রাফি বিন শাহাদৎ ২০/০১/২০১৫সুন্দর
-
সুব্রত দাশ আপন ২০/০১/২০১৫ভালো লাগলো কবি বন্ধু কিন্তু কবিতা পড়ে মনের মধ্যে কষ্ট যেন সুযোগ বুঝে বাসা বেধে নিল।
-
ফিরোজ মানিক ২০/০১/২০১৫অসাধারণ হয়েছে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২০/০১/২০১৫রাইট ইউ আর। ভালো লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ২০/০১/২০১৫দারুণ অন্ত্যমিল অসাধারণ লিখা কবি । ভালো লাগলো।শুভেচ্ছা আপনাকে
আমার পাতায় আমন্ত্রণ রইল ।