আমি একজন ছাত্র
আমি এক ছাত্র ঋণী,
কত জনের গল্প শুনি।
আজ বলব নিজের কথা,
কেউ পেওনা মনে ব্যাথা।
বাব আমার সৎ মানুষ,
কোথাও টাকা নিতনা ঘুষ।
এক বোন আর তিন ভাই,
পড়ার খরচ কোথায় পাই।
যার কাছে হাত বাড়াই,
টাকা নয় আশ্বাস পাই।
জনম দুঃখী মা আমার,
করেন শুধু হাহাকার।
আশা আছে লেখা পড়ার,
চারদিকে শত্রু আমার।
ভাল কিছু চায়না তারা,
ভাল কে চায় করতে হারা।
বড় দুঃখে আছি মোরা,
লেখা পড়া করতে জোড়া।
সকলের কাছে চাই দোয়া
পাইতে একটু সুখের ছোয়া।
কত জনের গল্প শুনি।
আজ বলব নিজের কথা,
কেউ পেওনা মনে ব্যাথা।
বাব আমার সৎ মানুষ,
কোথাও টাকা নিতনা ঘুষ।
এক বোন আর তিন ভাই,
পড়ার খরচ কোথায় পাই।
যার কাছে হাত বাড়াই,
টাকা নয় আশ্বাস পাই।
জনম দুঃখী মা আমার,
করেন শুধু হাহাকার।
আশা আছে লেখা পড়ার,
চারদিকে শত্রু আমার।
ভাল কিছু চায়না তারা,
ভাল কে চায় করতে হারা।
বড় দুঃখে আছি মোরা,
লেখা পড়া করতে জোড়া।
সকলের কাছে চাই দোয়া
পাইতে একটু সুখের ছোয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফুল ইসলাম আরশ ২০/০১/২০১৫গুড ভাই
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১২/২০১৪হমমমমমমমমমমমমম
ভালো ই লিখেছেন। -
কৌশিক আজাদ প্রণয় ২১/১২/২০১৪ছোঁয়া বানানটি ঠিক করে নেন কবি।
-
নাবিক ২১/১২/২০১৪বাহ..চমত্কার!