www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাকে উৎসর্গ

মা’গো,বলো না আমায় কে আছে সেথায়
গেলে যেথায়, সে দেশটিই বা কেমন ?
সকাল সন্ধ্যা নিশি রাত খুঁজি তোমায়
কেন হলে মা’ আজ এতো নিষ্ঠুর এমন।
দুষ্টুমিতে তুমি এতোই অতিষ্ঠ ছিলে
ক্রোধান্বিত তোমায় দেখিনি কোনক্ষণে;
সতত ঐ হাসি মুখ, টেনে নিতে কোলে
বিচরণ সারাক্ষণ পাশেই গোপনে।

একদিন হোঁচটে পেয়েছিলাম ব্যাথা
কাঁদিনি তো আমি, কত কেঁদেছিলে তুমি;
রাগ করে দিয়েছিনু আড়ি, নেই কথা
ভাঙ্গালে আমার মান, শতবার চুমি।
আজও তো আমি চেয়ে থাকি অপলক
আকাশে দেখি তোমার ঐ হাসি ঝলক।

রচনা কাল:মে, ২০১৪
চতুর্দশপদী কবিতা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast