www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপরূপ বৈচিত্র্য এত অদ্ভুত

আমাদের ঘরের এ আঙিনাতে
ডালিম গাছে এলো যে নব কুঁড়ি;
ভরে গেছে প্রজাপতি মৌমাছিতে
বসে পাশাপাশি,কেউ পত্র ধরি।

আবার কেউ বা বসে দুঃসাহসে
দেয়ালেই আলোর সে মুখোমুখী;
জিজ্ঞাসি আমি তারে হেসে হেসে
কোথা পেলে রঙিন এ পাখাদু’টি ?

যেই বলি,ধরেছে তার কাঁপন
এবার বুঝি তবে যাবেই উড়ে;
তারে আমি ভেবেছিলুম আপন
ভেবেছে বুঝি বসা পরের ঘরে।

শুধু দেখি,পাখায় রঙিন অঙ্কন
কে সে এঁকেছে এমনই নিখুঁত;
কেউ পারে না আঁকে তাঁর মতন
এত বৈচিত্র্য অপরূপ অদ্ভুত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast