অপরূপ বৈচিত্র্য এত অদ্ভুত
আমাদের ঘরের এ আঙিনাতে
ডালিম গাছে এলো যে নব কুঁড়ি;
ভরে গেছে প্রজাপতি মৌমাছিতে
বসে পাশাপাশি,কেউ পত্র ধরি।
আবার কেউ বা বসে দুঃসাহসে
দেয়ালেই আলোর সে মুখোমুখী;
জিজ্ঞাসি আমি তারে হেসে হেসে
কোথা পেলে রঙিন এ পাখাদু’টি ?
যেই বলি,ধরেছে তার কাঁপন
এবার বুঝি তবে যাবেই উড়ে;
তারে আমি ভেবেছিলুম আপন
ভেবেছে বুঝি বসা পরের ঘরে।
শুধু দেখি,পাখায় রঙিন অঙ্কন
কে সে এঁকেছে এমনই নিখুঁত;
কেউ পারে না আঁকে তাঁর মতন
এত বৈচিত্র্য অপরূপ অদ্ভুত।
ডালিম গাছে এলো যে নব কুঁড়ি;
ভরে গেছে প্রজাপতি মৌমাছিতে
বসে পাশাপাশি,কেউ পত্র ধরি।
আবার কেউ বা বসে দুঃসাহসে
দেয়ালেই আলোর সে মুখোমুখী;
জিজ্ঞাসি আমি তারে হেসে হেসে
কোথা পেলে রঙিন এ পাখাদু’টি ?
যেই বলি,ধরেছে তার কাঁপন
এবার বুঝি তবে যাবেই উড়ে;
তারে আমি ভেবেছিলুম আপন
ভেবেছে বুঝি বসা পরের ঘরে।
শুধু দেখি,পাখায় রঙিন অঙ্কন
কে সে এঁকেছে এমনই নিখুঁত;
কেউ পারে না আঁকে তাঁর মতন
এত বৈচিত্র্য অপরূপ অদ্ভুত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৭/০৯/২০১৪খুব সুন্দর লিখেছেন ভাই। অনেক ভালো লাগলো আমার।
-
মল্লিকা রায় ১৭/০৯/২০১৪ছড়া কবিতা উপভোগ্য ভালো লাগলো।
-
পিয়ালী দত্ত ১৬/০৯/২০১৪দারুন
-
মনিরুজ্জামান শুভ্র ১৬/০৯/২০১৪ভাল লাগলো...।
-
তাইবুল ইসলাম ১৬/০৯/২০১৪বাহ ভাল লাগল