www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এইতো সেই ২১শে ফেব্রুয়ারী

বায়ান্নের ভাষা আন্দোলনের ডাকে যারা দিয়েছিল আরি,
ঠিক সেই সময় পলাশ আমার ছেড়েছে ঘড় বাড়ী।
অপেক্ষায় থাকি পলাশ আমার আসবে কখন বুকে,
বসে বসে সময় গুনছি কাঁদছি ধুকে ধুকে।
বিশ্ব বিদ্যালয়ের নাম করে পলাশ যাচ্ছিল খুব তেরে,
কত করে বলল্লাম বাবা যাসনে আমায় ছেড়ে।
পলাশ বলে ভয় কেন মা করছ শুধু তুমি,
রাষ্টভাষা বাংলা চাইতে যাত্রা করছি আমি।
যাসনে পলাশ ফিরে আস ভয় লাগছে আমার কাছে,
গুলিবর্ষণ রক্তপাত ছাড়া ওখানে আর কি আছে।
শুনলই না আমার কথা গেলই ঠিক চলে,
রাষ্টভাষা বাংলা চাই মিছিলের ধ্বনিতে সবাই বলে।
মাতৃভাষা বাংলা চেয়ে মানলোনা ১৪৪ ধাঁরা,
ঢাকা মেডিকেল কলেজের সামনে যাওয়া মাত্রই পাকিস্তানীরা করল তারা।
কোন রক্ষা নয় র্নিবিগ্নে গোলাবর্ষণ শুরু করে,
অগনিত ছাত্রসহ পলাশ প্রাণ দিলো ভাষার তরে।
পলাশ নামের দামাল ছেলে ফিড়লোনা আর বাড়ী,
ভাষা শহীদদের স্মরন করার এইতো সেই একুশে ফেব্রুয়ারী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ১১/০৯/২০১৪
    পলাশ নামে সত্যিই কোন ভাষা শহীদ আছে কি?
    আন্দোলনে যাওয়ার আগেই মা বলেছিল ওখানে গুলি বর্ষণ ও রক্তপাত ঘটবে, সে কি ঘটনা আগে থেকেই জানতো?

    ইতিহাস কে ভিত্তি করে লেখায় ইতিহাসের যেন বিকৃতি না ঘটে সে দিকে একটু খেয়াল রাখা উচিৎ।
  • বেশ লাগলো। তবে মাত্রার দিকে একটু লক্ষ্য রাখলে আরও অনেক ভাল হবে।
  • শিমুল শুভ্র ১০/০৯/২০১৪
    প্রথম প্রকাশ আমার কাছে বেশ লাগলো
    বেশ চমৎকার অনুভুতিময় ।
 
Quantcast