★ জীবনের কিছু কিছু গল্প আছে যা কেবল লুকিয়ে থাকে।
★ জীবনের কিছু কিছু গল্প আছে যা কেবল
লুকিয়ে থাকে। লুকিয়ে থাকলেই যেন তার স্বাদ
টা বেড়ে দ্বিগুন হয়। তাই জীবনের গল্প বলতে আমার
ভাল লাগে না।লুকিয়ে রাখতেই বেশি ভাল লাগে।
★নিজের খুশিটাকে তুচ্ছ করে অন্যের খুশিটাকে বড়
করে দেখার চেষ্টা করি। অন্যকে খুশি করার
মাঝে কোমল একটা আনন্দ আছে যা জীবনের
অর্থটাকেই বদলে দেয়। একটা ১০০ ওয়াট বাল্পের মত
জ্বলজ্বল করা হাসি মুখ দেখার মধ্যে অপার্থিব
অনুভূতি লুকিয়ে থাকে যা স্বস্তা নয়, যা টাকায়
মেলেনা।
★জীবনের হিসেব টা বড়ই জটিল। আমি এই
হিসেবটা আজো মেলাতে পারিনি। হয়ত পারবও
না কখনো।
★ছোট ছোট স্বপ্ন বেঁচে থাকার প্রেরনা দেয়। তাই
স্বপ্ন দেখি। অবাস্তব আর বড় কোন স্বপ্ন না।
আনন্দে পরিপূর্ণ ছোট আর সাধারণ স্বপ্ন।
★আমার চারপাশের মানুষ গুলার ভালবাসায়
আমি সিক্ত। আমার ছোট্ট এই জীবনে এত
ভালবাসা পেয়েছি যে আমার বাকি জীবন আর
ভালবাসা না পেলেও চলবে।তার পরেও
আমি স্বার্থপরের মত ওই মানুষ গুলার
ভালবাসা পেতে চাই। তাদের সংস্পর্শে আমার এই
পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করে আরো হাজার
বছর।
★প্রত্যেক মানুষের একান্ত কিছু ভূবন থাকে। আমারও
আছে। আমি সেই ভূবনের নাম দিয়েছি নেশা ভূবন। বই
আমার সেই নেশার যোগান দেয়। নতুন কোন বই
পেলে পড়া থেকে উঠতে ইচ্ছে করে না। প্রতিদিন
আমাকে কিছু না কিছু পড়তে হয়। (ভেবনা ক্লাসের
বই। ক্লাসের বইয়ের ধারে কাছেও যেতে আমার অসহ্য
লাগে)।
★অনেক মানুষের অনেক ধরনের ভাললাগা থাকে।
আমার কিছু কিছু ভাল লাগা অনেকের
সাথে মিলে যায়। এই মিলে যাওয়া ব্যাপার
টা খারাপ না। যার সাথে মিলে যাবে তার
সাথে বন্ধুত্ব করতে সুবিধা হবে। বলা যায় আমার এই
ভাল লাগা গুলো সার্বজনীন ভাললাগা।
♥ বৃষ্টি অসম্ভব ভাল লাগে
♥ মোমের আলো ভাল লাগে
♥বই পড়তে ভাল লাগে
♥অকারনে বোনটার সাথে ঝগড়া করতে ভাল লাগে
♥প্রিয় মানুষদের সাথে রাগ করতে ভাল লাগে।
আবার রাগ ভাঙ্গানোর জন্য আপন মানুষ গুলার এই
সাধাসাধিও ভাল লাগে।
Favourite Quotations:
★★কারো সুখের গল্প লিখার জন্য
যদি ভাল পেন্সিল
হতে না পার.....
তবে ভাল রাবার হও,যেন
কারো দুঃখ
মুছে দিতে পার...
★★পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার
আছে।
ভালবাসার অত্যাচার
হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার।
এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু
বলা যায় না,
শুধু সহ্য করে নিতে হয়।
---হুমায়ূন আহমেদ
___মোঃ শরীফুল ইসলাম-
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চট্রগ্রাম।
কুমিল্লা কিশোর শ্রেষ্ঠ সাহিত্য লেখক-২০১৩ & বৈশাখী টিভির সামৈক উপস্থাপক ও কিশোর নাট্যকার।
লুকিয়ে থাকে। লুকিয়ে থাকলেই যেন তার স্বাদ
টা বেড়ে দ্বিগুন হয়। তাই জীবনের গল্প বলতে আমার
ভাল লাগে না।লুকিয়ে রাখতেই বেশি ভাল লাগে।
★নিজের খুশিটাকে তুচ্ছ করে অন্যের খুশিটাকে বড়
করে দেখার চেষ্টা করি। অন্যকে খুশি করার
মাঝে কোমল একটা আনন্দ আছে যা জীবনের
অর্থটাকেই বদলে দেয়। একটা ১০০ ওয়াট বাল্পের মত
জ্বলজ্বল করা হাসি মুখ দেখার মধ্যে অপার্থিব
অনুভূতি লুকিয়ে থাকে যা স্বস্তা নয়, যা টাকায়
মেলেনা।
★জীবনের হিসেব টা বড়ই জটিল। আমি এই
হিসেবটা আজো মেলাতে পারিনি। হয়ত পারবও
না কখনো।
★ছোট ছোট স্বপ্ন বেঁচে থাকার প্রেরনা দেয়। তাই
স্বপ্ন দেখি। অবাস্তব আর বড় কোন স্বপ্ন না।
আনন্দে পরিপূর্ণ ছোট আর সাধারণ স্বপ্ন।
★আমার চারপাশের মানুষ গুলার ভালবাসায়
আমি সিক্ত। আমার ছোট্ট এই জীবনে এত
ভালবাসা পেয়েছি যে আমার বাকি জীবন আর
ভালবাসা না পেলেও চলবে।তার পরেও
আমি স্বার্থপরের মত ওই মানুষ গুলার
ভালবাসা পেতে চাই। তাদের সংস্পর্শে আমার এই
পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করে আরো হাজার
বছর।
★প্রত্যেক মানুষের একান্ত কিছু ভূবন থাকে। আমারও
আছে। আমি সেই ভূবনের নাম দিয়েছি নেশা ভূবন। বই
আমার সেই নেশার যোগান দেয়। নতুন কোন বই
পেলে পড়া থেকে উঠতে ইচ্ছে করে না। প্রতিদিন
আমাকে কিছু না কিছু পড়তে হয়। (ভেবনা ক্লাসের
বই। ক্লাসের বইয়ের ধারে কাছেও যেতে আমার অসহ্য
লাগে)।
★অনেক মানুষের অনেক ধরনের ভাললাগা থাকে।
আমার কিছু কিছু ভাল লাগা অনেকের
সাথে মিলে যায়। এই মিলে যাওয়া ব্যাপার
টা খারাপ না। যার সাথে মিলে যাবে তার
সাথে বন্ধুত্ব করতে সুবিধা হবে। বলা যায় আমার এই
ভাল লাগা গুলো সার্বজনীন ভাললাগা।
♥ বৃষ্টি অসম্ভব ভাল লাগে
♥ মোমের আলো ভাল লাগে
♥বই পড়তে ভাল লাগে
♥অকারনে বোনটার সাথে ঝগড়া করতে ভাল লাগে
♥প্রিয় মানুষদের সাথে রাগ করতে ভাল লাগে।
আবার রাগ ভাঙ্গানোর জন্য আপন মানুষ গুলার এই
সাধাসাধিও ভাল লাগে।
Favourite Quotations:
★★কারো সুখের গল্প লিখার জন্য
যদি ভাল পেন্সিল
হতে না পার.....
তবে ভাল রাবার হও,যেন
কারো দুঃখ
মুছে দিতে পার...
★★পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার
আছে।
ভালবাসার অত্যাচার
হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার।
এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু
বলা যায় না,
শুধু সহ্য করে নিতে হয়।
---হুমায়ূন আহমেদ
___মোঃ শরীফুল ইসলাম-
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চট্রগ্রাম।
কুমিল্লা কিশোর শ্রেষ্ঠ সাহিত্য লেখক-২০১৩ & বৈশাখী টিভির সামৈক উপস্থাপক ও কিশোর নাট্যকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও(১) ১৮/০৮/২০১৪বই পড়া ভালো