সাহায্য
আমি প্রথমে একটা একাউন্ট ওপেন করি । বলা হয় আমার ইমেইলে একটা লিংক পাঠানো হয়েছে। ইমেল ওপেন করে কোন লিংক পাচ্ছি না। ফলে আমার মূল একাউন্ট ওপেন করতে পারছি না। এই একাউন্টটি ফেজবুক লগইন ব্যবহার করে ওপেন করছি। বাট আমি আমার প্রথম একাউন্টটি ওপেন করতে চাই। সাহায্য চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
-
এডমিন ১৮/১০/২০১৩অনেক সময় আমাদের পাঠানো ইমেইল ইনবক্সের পরিবর্তে স্প্যাম ফোল্ডারে গিয়ে জমা হয়। তাই আপনার ইমেইলের স্প্যাম ফোল্ডারে দেখুন ইমেইলটি পাওয়া যায় কিনা। এছাড়া ফেসবুকের এই একাউন্টেই আপনি প্রোফাইল সেটিংস-এ গিয়ে তারুণ্যের লোকাল পাসওয়ার্ড যোগ করে দিতে পারেন। এজন্য দু'টি আলাদা একাউন্টের কোন দরকার নেই।
অপেক্ষায় রইলাম আপনার নতুন লেখা পড়বার জন্যে ।।